কড়া নিরাপত্তার ঘেরাটোপে মোড়া সালমানের জীবন। এত বিধিনিষেধ ঘেরা জীবনে ভাইজানের একেবারে জেরবার অবস্থা।
বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে সালমানের সঙ্গে কড়া পুলিশি নিরাপত্তা দেখা যায়। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া একটি ভিডিওতে সালমনকে ঘিরে পুলিশ বাহিনীকে পাহারা দিতে দেখা যায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, সলমনের গাড়ি বিমানবন্দরে পৌঁছায় কড়া নিরাপত্তার ঘেরাটোপে। একজন পুলিশ কর্তা গাড়ি থেকে নেমে পড়েন বিমানবন্দরে সলমনের গাড়ি আসার পরই। এর পর পুলিশ কর্মীরা সলমনকে সঙ্গে নিয়ে যান ভিতরে। সলমনের ব্যক্তিগত দেহরক্ষী শেরাকেও দেখা যায়।
সম্প্রতি সালমন হাজির হয়েছিলেন আপ কি আদালত অনুষ্ঠানে। সেখানেই মুখ খুললেন তিনি।
তিনি বললেন, ‘চারপাশে এত বডিগার্ড নিয়ে চললে যদি জীবনটা সিকিওর থাকে তবে অসুবিধা নেই বইকি। কিন্তু তাই বলে বেশ কিছু অসুবিধাও হয়েছে। এখন আর বাইসাইকেল চালাতে পারি না। একা কোথাও যেতে পারি না। বিশেষ করে, আমি যখন কোথাও যাই, এতো গাড়ি থাকে সিকিওরিটির যে অন্যদের অসুবিধা হয়। তাঁরা আমার দিকে যেভাবে তাকান। আমার অনুরাগীদের খুব কষ্ট হয়। কিন্তু বিপদ আছে বলেই নিরাপত্তা প্রয়োজন।‘
সম্প্রতি ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয় বলিউড অভিনেতাকে। এরপরই মুম্বই পুলিশের তরফে বাড়ানো হয় সালমন এবং তাঁর বাড়ির নিরাপত্তা।
সম্প্রতি সলমন খানকে হুমকি দেয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সলমন যদি ক্ষমা না চান, তাহলে তার ফল তাঁকে ভুগতে হবে বলে হুমকি দেয় বিষ্ণোই। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির পরপরই নিরাপত্তা বাড়নো হয় সালমন খানের।
ভিডিও-ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন