হিন্দুধর্ম ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও উৎসবের আনন্দে মানবতার বাণীকেই ধারণ করে আছে যুগ যুগ ধরে। বারো মাসে তেরো পার্বণের ন্যায় হিন্দুধর্মে লেগে আছে ঋতুভিত্তিক উৎসব। তবে এই রঙিন দিনে রং থেকে দূরে থাকতে পছন্দ করেন প্রায় অনেক বলি তারকারা।
জেনে নেওয়া যাক হোলি উৎসবে কোন কোন সেলিব্রিটি রং থেকে শতহস্ত দূরে থাকে।
১। রণবীর কাপুর-
রং ও হোলির জল মোটেও পছন্দ নয় রণবীর কাপুরের। সেই কারণ তাঁকে কখনই কোনও হোলি পার্টিতে দেখা যায়না।
২। করণ জোহর-
ছোটবেলা থেকেই হোলি খেলতে পছন্দ করেন বলিউডের প্রযোজক ও পরিচালক করণ জোহর। তবে ১০ বছর বয়েসে করণকে হোলির দিন ডিম ছুড়ে মারা হয়েছিল। তারপর থেকেই হোলি খেলা বন্ধ করে দিয়েছেন তিনি।
৩। করিনা কাপুর-
দাদু রাজ কাপুরের মৃত্যুর পর থেকে হোলি খেলা বন্ধ করে দিয়েছেন করিনা কাপুর।
৪। জন আব্রাহাম-
হোলির রং গায়ে মাখার বিন্দুমাত্র আগ্রহও নেই আরও এক তারকার। সেই তালিকায় রয়েছেন জন আব্রাহাম। তাঁর মতে হোলির দিন রঙের উৎসব হলেও, সুযোগের সদ্ব্যবহার করে অযাচিতভাবে মহিলাদের ছোঁয়ার চেষ্টা করেন অনেকে।
৫। রণবীর সিং-
রং খেলতে পছন্দ করেননা রণবীর সিংও। তাঁর ওসিডি রয়েছে।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।