Home বিনোদন কেন ১ টাকাও নিতে চাইলেন না সুরের সম্রাট?

কেন ১ টাকাও নিতে চাইলেন না সুরের সম্রাট?

0

একেবারে সাদামাটা মাটির মানুষ। নেই কোনও বিলাসিতা। সহজ-সরল জীবনযাপনেই অভ্যস্ত। প্রতিনিয়ত কাজ করে চলেছে মানুষের জন্য। কিন্তু বর্তমানে তিনি যে কান্ড ঘটিয়েছেন। সেই কারণে তাঁর ওপরে শ্রদ্ধা যেন আরও বেড়ে যায়।      

সম্প্রতি, অরিজিৎ সিং শ্রীজাতর মানবজমিন বাংলা সিনেমাতে একটি গান গেয়েছেন আর সেই গান রেকর্ডের নেপথ্যেই রয়েছে অরিজিতের এক মানবতার গল্প। সেই গান গাওয়ার বিনিময়ে তিনি কোনও পারিশ্রমিকই নিতে চাননি।

 শ্রীজাত জানিয়েছেন, ‘’তাঁর আবদারেই এই  প্রথমবার রমাপ্রসাদি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। প্রায় ৩ মাস ধরে পান্নালাল ভট্টাচার্য ও ধনঞ্জয় ভট্টাচার্যের গলায় ‘মন রে কৃষিকাজ জানো না’ গানটি শুনে একেবারে এক রাতে রেকর্ড করে ফেলেছেন অরিজিৎ। যা কিনা ইতিমধ্যেই শ্রোতাদের পছন্দের তালিকার শীর্ষে। গান রেকর্ডের পর কোনও টাকাই নিতে চাননি তিনি। গানটা রেকর্ড করার পর আমি যখন অরিজিতের কাছে পারিশ্রমিকের বিষয়ে জানতে চাই ও বলে আমি তোমার থেকে কোনও টাকা নেব না। আমি আবার জোরাজুরি করে বলি টাকা নিতে তো হবেই। এরপরই ও বলল, আচ্ছা তাহলে এক কাজ করো। আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে তো যাব, তখন তুমি আমাকে ১১টাকা দিও।এই গানটির মিউজিক রাইটস কিনছে সোনি এন্টারটেইনমেন্ট, তখন কন্ট্রাক্টে বলা যাবে না ১১ টাকা পারিশ্রমিকের বিনিময়ে তিনি এই গানটি রেকর্ড করেছেন। সেইসময়েই অরিজিৎ শ্রীজাতকে জানান, তিনি বাচ্চাদের যে স্কুলটি চালান, সেই টাকা বাচ্চাদের স্কুলে যেন দেওয়া হয়।‘’   

তিনি বর্তমান প্রজন্মের একজন সুরের যাদুকর। মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নেয় তাঁর প্রত্যেকটি গান।

এছাড়া দুঃস্থ মানুষ থেকে ও নিজের বাসস্থানের মাটির জন্য নিস্বার্থ ভাবে কাজ করে চলেছেন।

ভিডিও সৌজন্যে- ইউটিউব।

বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version