কলকাতা : পাখির চোখ লোকসভা নির্বাচন। তার আগে দেশের বেশ কিছু রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন রয়েছে মেঘালয়ে। এবার সেই মেঘালয়েই দুদিনের সফরে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মেঘালয় বিধানসভা নির্বাচনে জোড়কদমে প্রচার চালানোর উদ্দেশ্য নিয়েই এই সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্র মারফত জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মেঘালয় সফরে যেতে পারেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল অন্দরমহল সূত্রে খবর, চলতি মাসের ১৭ তারিখ দুদিনের জন্য মেঘালয় সফরে যাচ্ছেন অভিষেক। গারো পাহাড় এলাকায় জনসভা করবেন তিনি। গতবছরের শেষে শিলংয়ে সভা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার তিনি গারো পাহাড় এলাকায় জনসভা করবেন বলে সূত্রের খবর।
গত মাসেই মেঘালয়য় সফরে গিয়ে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়ে এসেছেন মমতা-অভিষেক। এবার দলের নির্বাচনী প্রস্তুতি এবং সংগঠনের অবস্থা আরও একবার ঝালিয়ে নিতেই তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব মেঘালয় পাড়ি দিচ্ছেন বলে রাজনৈতিক মহলের অনুমান।