Homeবিনোদনবৃষ্টিও কাবু করতে পারল না সুরেলা সন্ধ্যাকে! অরিজিতের কনসার্টে জনসমুদ্র শিলিগুড়িতে, শিলিগুড়ির...

বৃষ্টিও কাবু করতে পারল না সুরেলা সন্ধ্যাকে! অরিজিতের কনসার্টে জনসমুদ্র শিলিগুড়িতে, শিলিগুড়ির মাঠে অনুষ্ঠানে কেন আপত্তি অরিজিতের?  

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

বলিউডের প্রথম সারির সংগীতশিল্পী অরিজিৎ সিং। অরিজিৎ প্রথম থেকেই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে তাঁর কন্ঠের দৌলতে। অরিজিতের গলার প্যাথোস আর তাঁর গায়কীর জাদুতে তিনি অচিরেই হয়ে উঠেছেন সংগীত জগতের সুপারস্টার। তবে সাফল্যের শীর্ষে পৌঁছেও তিনি একই রকম মাটির কাছাকাছি থাকতেই পছন্দ করতেন।

ঘরের ছেলে অরিজিতের গান শোনার জন্য দিন কয়েক ধরেই মুখিয়ে ছিল শিলিগুড়ির মানুষ। অবশেষে মঙ্গলবার রাতে সেই স্বপ্ন পূরণ হয়। মঙ্গলবার রাতে শিলিগুড়িতে যে কনসার্টের আয়োজন করা হয় সেই কনসার্টের বিভিন্ন মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যারা সরাসরি কনসার্ট দেখার সুযোগ পাননি তারা এখন সোশ্যাল মিডিয়ার সেই সকল ভিডিওর ঘরের ছেলের সুরের জাদুতে মেতেছেন।

মঙ্গলবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কনসার্ট করেছেন অরিজিৎ। আর সেই প্রেক্ষিতেই জিয়াগঞ্জ থেকে ট্রেনে করে এলেন। দেশের একজন নামী গায়ক হয়েও কোনও রকম তারকাসুলভ হাবভাব নেই তাঁর মধ্যে। একেবারে সাদামাটা পোশাকেই ধরা দিলেন ট্রেনের দরজার সামনে।

অরিজিৎ সিং শিলিগুড়িতে কনসার্টে হাজির হওয়ার আগেই ঝড় তোলেন রেল স্টেশনে। একজন সেলিব্রেটি মানুষ আর পাঁচটা সাধারণ মানুষের মতো তিস্তা তোর্সা এক্সপ্রেসে চড়ে শিলিগুড়ি পৌঁছান।

কোনও রকম বডিগার্ড ছাড়াই সাধারণ মানুষদের মতোই স্টেশনে নামেন। তার এই ভাবে স্টেশনে নামা দেখে স্টেশনে উপস্থিত ব্যক্তিরা তাকে ঘিরে ধরেন। যদিও কনসার্ট উদ্যোক্তারা তাকে ঘেরা টোপের মধ্য দিয়ে নিয়ে যান।

অনুরাগীদের মাঝখানে গেলেই তাঁর মধ্যে এক অন্যরকম উদ্যমতা। সময় মেনেই কনসার্ট শুরু করেন অরিজিৎ। গিটার নিয়ে গেয়ে চলেছেন তিনি। অনুরাগীদের সঙ্গে হাত মেলাচ্ছেন, তাঁদের সঙ্গে কথা বলছেন।

এমনকি বৃষ্টিও থামাতে পারছে না তাঁকে। একনাগাড়ে গেয়ে চলেছেন তিনি। তাঁকে সামনে দেখে যেন স্বপ্নপূরণ হল অনুরাগীদের। কেউ কেউ হাত বাড়িয়ে একবার তাঁকে ছুঁয়ে নিলেন। আবার কেউ কেউ অটোগ্রাফের জন্য খাতা, জামা এগিয়ে দিলেন তাঁর দিকে।

তবে এই মাঠে অনুষ্ঠান হওয়ায় কিছুটা হলেও যে অসন্তুষ্ট হয়েছেন  অরিজিৎ তা কনসার্টের শেষে জানিয়ে দেন। যদিও উদ্যোক্তাদের পক্ষ থেকে মাঠ সংস্কারের জন্য ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তা উদ্যোক্তারা মঞ্চেই ঘোষণা করে দেন।

অনুষ্ঠান শেষ করে অরিজিৎ সিং বলেন, ‘স্বাস্থ্য ঠিক রাখতে হলে মাঠের খুব প্রয়োজন। আমরাও মাঠ বাঁচিয়ে রাখার পক্ষে। কারণ চারিদিকে যেভাবে বিল্ডিং হচ্ছে তাতে মাঠ হারিয়ে যাচ্ছে। এই মাঠটাতেও অনুষ্ঠান করা উচিত হয়নি। এটা খুব ভাল মাঠ। এখানে খেলা হওয়া উচিত। অনুষ্ঠান করা উচিত অন্য মাঠে। যেখানে খেলা হয় না। আমি উদ্যোক্তাদের বলব আমাদের অনুষ্ঠানের পর যাতে ভালভাবে মাঠ পরিষ্কার করা হয়। মাঠের যাতে ক্ষতি না হয়।‘

গত ফেব্রুয়ারিতে কলকাতা মাতানোর পর দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করেছেন অরিজিৎ সিং। সদ্য আইপিএলের মঞ্চেও গান গেয়েছেন। অরিজিৎ এখন বেশিভাগ সময় কাটান নিজের গ্রাম জিয়াগঞ্জে। সেখানেই পড়াচ্ছেন সন্তানকে। সেখানেই আর পাঁচজন সাধারণ মানুষের মতো দিন কাটান তিনি।

ভিডিও- ফেসবুক, টুইটার

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি, দায় স্বীকার খালিস্তানি জঙ্গীর

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে হামলা চালাল খালিস্তানি জঙ্গি। অভিনেতার কোনও মন্তব্যকে কেন্দ্র করেই এই ‘সতর্কবার্তা’। এখনও পর্যন্ত কপিলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আলিয়ার ভরসা নিয়ে বিশ্বাসঘাতকতা! ৭৬ লক্ষ টাকার জালিয়াতিতে গ্রেফতার প্রাক্তন ব্যক্তিগত সহকারী, কে এই বেদিকা?

৭৬ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগে আলিয়া ভাটের প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেট্টিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল জুহু পুলিশ। তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে।