চলতি বছরের শুরুটাই ‘পাঠান’-এর ধমাকা দিয়ে শুরু করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ফের এইবছরই যে আবার ধামাকা দেখাবেন। সেই ঝলক কিছুদিন আগেই বলিউড বাদশা ‘জওয়ান’ ছবিতে দেখালেন।
শাহরুখ খানের ছবি জওয়ান পুরো বিশ্বে আলোড়ন ফেলা পাঠানকেও হারিয়ে দিয়েছে। হিন্দি ছাড়াও তামিল-তেলেগু ভাষায় বানানো হয়েছে এই ছবি।
পড়ুন: ফের সুখবর দিলেন অ্যাটলি, কী বক্তব্য পরিচালকের?
আর ‘জওয়ান’ ছবির সাফল্যেই বিরাট বড় করে পার্টির আয়োজন ছিল বি-টাউনে। শুক্রবার মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতে আয়োজিত পার্টিতে নতুন লুকে বাজিমাত করলেন কিং খান।
এইদিনের অনুষ্ঠানে হাজির ছিল ‘জওয়ান’-এর গোটা টিম। তবে ছবির নায়িকা নয়নতারা এইদিনের অনুষ্ঠানে আসেননি। তবে শাহরুখের সাথে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন।
অ্যাটলি পরিচালিত এই ছবির জন্যে শাহরুখকে জাতীয় আইকন ঘোষণার দাবিও উঠেছে। অ্যাকশন দৃশ্য তাঁর অভিনয় আকুণ্ঠ তারিফ পেয়েছে।
এটা ঠিক নিছক টিম একটি ছবির সাফল্যের পিছনে কাজ করে। কিন্তু টিম ওয়ার্ক ছাড়াও একজনের ভূমিকা শাহরুখের জওয়ান এর সাফল্যের পিছনে কাজ করেছে। তিনি হলেন শাহরুখ-এর বডি ডাবল প্রশান্ত ওয়াদলে। ঠিক শাহরুখের মতো দেখতে, অ্যাকশন দৃশ্যর বেশিরভাগ মারপিট এর দৃশ্যতে অ্যাটলি এই প্রশান্ত ওয়াদলে কে ব্যবহার করেছেন।
১৭ বছর শাহরুখর বডি ডাবল এর ভূমিকায় অভিনয় করছেন প্রশান্ত। পাঠান সহ এই ১৭ বছরে শাহরুখের সব হিট ছবির পিছনে ছিলেন এই প্রশান্ত।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন