‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার কানাডার নাগরিকত্ব নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েন। তার ক্যারিয়ারে যখন দুঃসময় চলছিল, তখন তিনি বন্ধুদের পরামর্শে ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে কানাডায় পাড়ি জমিয়েছিলেন। বিভিন্নভাবে বিদ্রুপের শিকার হয়েছিলেন তিনি। রীতিমতো ‘কানাডা কুমার’ নামে আখ্যায়িত করা হয়েছিল তাকে।
কানাডার নাগরিকত্ব নিয়ে তাঁকে খোঁচা দেওয়া হয়েছে বিভিন্ন সময়। এইবার সেই বদনাম ঘোঁচাতে বড় উদ্যোগ নিলেন অভিনেতা অক্ষয় কুমার। এক সাক্ষাতকারে অক্ষয় জানিয়ে দিলেন, পাসপোর্ট বদলের জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন তিনি।
অক্ষয় বললেন, “মানুষ না জেনেই অনেক মন্তব্য করে ফেলেন। তখন খারাপ লাগে। ভারতই আমার কাছে সবকিছু। আমি যা কিছু উপার্জন করেছি, পেয়েছি সব এখান থেকেই। আর আমি ভাগ্যবান যে, দেশের জন্য় কিছু করার সুযোগও পেয়েছি। ৯০ দশকের কথা। পরপর ১৫টি ফ্লপ ফিল্মের জেরে একেবারে কানাকড়িও খোয়াতে বসেছিলেন অক্ষয়। হাতে কোনও সিনেমা ছিল না। মুখ ফিরিয়েছিলেন প্রযোজক-পরিচালকরাও। বক্সঅফিসের খারাপ ফল আমাকে কানাডার দিকে ঠেলে দিয়েছিল।‘’
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।