Homeবিনোদনসম্পর্কে ভাঙন  টলিপড়ায়, এই ৭ সেলিব্রিটি জুটির সম্পর্ক কেন ভেঙেছিল?  

সম্পর্কে ভাঙন  টলিপড়ায়, এই ৭ সেলিব্রিটি জুটির সম্পর্ক কেন ভেঙেছিল?  

প্রকাশিত

বিনোদন ইন্ডাস্ট্রিতে সম্পর্কের ভাঙা গড়া লেগেই থাকে। টলিউড এবং বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন অনেক জুটি রয়েছে যাদের সম্পর্ক দেখে কেউ কোনও দিন ভাবেনি সেই সম্পর্ক ভাঙতে পারে। কিন্তু তা সত্ত্বেও সেই সম্পর্ক ভেঙেছে। তাঁদের মধ্যে কেউ নতুন সম্পর্কে জড়িয়েছেন, কেউ আবার এখনও একাই রয়েছেন।

১। নুসরত জাহান এবং নিখিল জৈন-

২০১৯ সালে তুরস্কে এক রাজকীয় অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল নুসরত ও নিখিল। প্রথমদিকে সব ঠিক থাকলেও, ২০২০ সালের শেষের দিক থেকেই এক বাড়িতে থাকছিলেন না নুসরত ও নিখিল। এরপর সেই সম্পর্ক ভেঙে যায়। নিখিলের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর নুসরত এখন অভিনেতা যশ দাশগুপ্তকে বিয়ে করেছেন।

২। ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্ত-

টলিউড এবং বলিউডের অত্যন্ত পরিচিত মুখ ইন্দ্রনীল এবং বরখা। প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবন তাঁদের। কিন্তু হঠাৎই সেই সম্পর্কে ছেদ পড়ে। এখনও এই বিষয়ে দু’জনের কেউ প্রকাশ্যে কোনও কথা না বললেও, শোনা যায়, ইন্দ্রনীলের জীবনে এক টলিউড অভিনেত্রীর আগমনের ফলেই স্ত্রীয়ের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে।

৩। অভিষেক বসু এবং দিয়া মুখোপাধ্যায়-

বাংলা টেলি ইন্ডাস্ট্রির একসময়কার চর্চিত কাপলগুলির মধ্যে একটি ছিল অভিষেক এবং দিয়া। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রথম পরিচয়, এরপর তা বদলে যায় প্রেমে। তবে এই সম্পর্কের পরিণতি বেশি দিন স্থায়ী হয় নি।

৪। তথাগত মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত-

দীর্ঘ ৮ বছরের বন্ধুত্ব, এরপর প্রেম এবং তারপর একসঙ্গে সংসার। সেই সব কিছুই গত বছর সেপ্টেম্বর মাসে ভেঙে যায়। তথাগত-দেবলীনার বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছে টলিউডের এক অভিনেত্রীর নাম। শোনা যায়, তাঁর সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতার কারণে দেবলীনার সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে।

৫। অনিন্দিতা বসু ও সৌরভ দাস-

টলিউডের এই দুই তারকা যে প্রেম করছে তা সকলেই জানতেন। কিন্তু হঠাৎই সকলকে অবাক করে বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে। অনিন্দিতা এখন মুম্বইয়ে থাকেন, অপরদিকে সৌরভ কলকাতার বাসিন্দা। শোনা যায়, এই দুই তারকাই এখন নতুন সম্পর্কে জড়িয়েছেন। যদিও সেই বিষয়ে কেউই মুখ খোলেননি।

৬। দেবচন্দ্রিমা সিংহ রায় ও সায়ন্ত মোদক-

টেলি ইন্ডাস্ট্রির চর্চিত জুটিগুলির মধ্যে একটি ছিল সায়ন্ত এবং দেবচন্দ্রিমার জুটি। তবে আচমকাই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। এরপর শোনা যায়, ‘সাঁঝের বাতি’-র সহ অভিনেতা রিজওয়ান রাব্বানি শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দেবচন্দ্রিমা। অপরদিকে সায়ন্ত প্রেম করছেন টেলি অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রের সঙ্গে।

৭। কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়-

টলিপাড়ার এই দুই তারকার বৈবাহিক সম্পর্ক বেশ ভালোই চলছিল। কিন্তু অভিনেতা নাকি টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপরই ঝড় ওঠে কাঞ্চন ও পিঙ্কির সংসারে। এখন ছেলেকে নিয়ে আলাদা থাকেন পিঙ্কি।

ছবি- গুগল

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।