বলিউডে পা রেখেছেন যশ দাশগুপ্ত। প্রথমবার বলি নায়ক হতে চলেছেন তিনি। ছবির নাম, ‘ইয়ারিয়া ২’। প্রথম ‘ইয়ারিয়া’ জনপ্রিয় হওয়ার পর এইবার দ্বিতীয় ভাগ। আর সেখানেই নায়কের ভূমিকায় থাকবেন যশ।
পড়ুন: সৃজিতের ‘দশম অবতার’-এ নয়া ঝলক, কবে মুক্তি পাবে ছবির টিজার?
সানম তেরি কসম’ এবং ‘লাকি নো টাইম ফর লাভ’-এর পরিচালক নায়িকা হিসেবে বেছে নিয়েছেন দিব্যা খোসলা কুমারকে। টি-সিরিজের চেয়ারম্যান ভূষণ কুমারের স্ত্রী, অভিনেত্রী এবং প্রযোজক তিনি। বলি-টলির নতুন জুটি যশ-দিব্যা।
ছবির প্রচার কাজ কিছুটা সেরেই ফেললেন যশ ও দিব্যা। দিব্যা পা রেখেছিলেন কলকাতায়। কালীঘাটে যশের সাথে একসঙ্গে পুজো দিয়েছেন অভিনেত্রী। তবে দিব্যার সাজে ছিল পুরোপুরি বাঙালিয়ানার ছোঁয়া। তিনি লাল পাড় শাড়ি পরেছিলেন। হাতে ছিলে শাঁখা আর পলা। আপকামিং সিনেমা ইয়রিয়া২-এর সাফল্য কামনা করেন অভিনেতা আর অভিনেত্রী।
‘ইয়ারিয়া ২’-তে বাকী চরিত্রে অভিনয় করেছেন পার্ল ভি পুরি, মিজান জাফরি, ওয়ারিনা হুসেন, লিলেত দুবে, প্রিয়া প্রকাশ বেরিয়াক, কৃষণ কুমারের মতো তারকারা।
ছবিটি পরিচালনা করেছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও। ছবিটি পরিচালনা করেছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও। ২০ অক্টোবর মুক্তি পাবে যশ দাশগুপ্তের ডেবিউ বলিউড মুভি ইয়ারিয়া ২।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন