Homeপরিবেশছেলে-পাখিদের তুলনায় মেয়ে-পাখিরা বাবা-মায়েদের পাশে বেশি থাকে, বলছে গবেষণা রিপোর্ট

ছেলে-পাখিদের তুলনায় মেয়ে-পাখিরা বাবা-মায়েদের পাশে বেশি থাকে, বলছে গবেষণা রিপোর্ট

প্রকাশিত

মানুষের মতোই পাখিদেরও নিজস্ব সমাজ, আদবকায়দা আছে। পাখিরাও মানুষের মতোই তাদের অভিভাবকদের দেখাশোনা করে। মানুষের ক্ষেত্রে ছেলেমেয়েরা সাবালক হলে, আশা করা হয় তারা বাবা-মায়ের সহায় হবে, দেখাশোনা করবে, বয়সকালে পাশে দাঁড়াবে। তেমনই পাখিদের ক্ষেত্রেও। গবেষণায় দেখা গিয়েছে, ছেলে-পাখিদের তুলনায় মেয়ে-পাখিরা বাবা-মায়ের পাশে থাকে বেশি। তারা পরিবার নিয়ে থাকতে পছন্দ করে।

ইউনিভার্সিটি অফ এগজেটারের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড কনজারভেশনের একদল গবেষক আফ্রিকার কালাহারি মরুভূমিতে থাকা হোয়াইট ব্রাওড স্প্যারো নামে এক প্রজাতির চড়াই পাখির ওপর দীর্ঘ সময় ধরে গবেষণা চালান। এই প্রজাতির পাখি একসঙ্গে পরিবারের সঙ্গে জোটবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। ছেলে-পাখির তুলনায় মেয়ে-পাখিরা অনেক বেশি পরিমাণে বাবা-মায়ের সঙ্গে সময় কাটায়। মেয়ে-পাখিরা বাসায় থেকে শাবকদের লালনপালন করে। মেয়ে-পাখিরা নানা কাজকর্ম করে। বাসা বাঁধার কাজ করে। অন্য দিকে ছেলে-পাখিরা কম সময় বাবা-মায়ের সঙ্গে থাকে। তার পর তারা উড়ে যায়। তারা নতুন জায়গা খুঁজতে বেশি ব্যস্ত থাকে। বংশবৃদ্ধিতে মন দেয়।

প্রধান গবেষক অ্যান্ড্রু ইয়ং মনে করেন, মেয়ে-চড়াইরা মনে করে বেশি সময় ধরে বাবা-মায়ের পাশে থাকলে তারাও ভবিষ্যতে তাদের সন্তানদের পাশে পাবে। গবেষণা চালাতে সাহায্য করেছে বায়োটেকনোলজি অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিল ও ন্যাচারাল এনভায়রনমেন্ট রিসার্চ কাউন্সিল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

পৃথিবী হারাল প্রকৃতির প্রহরী, প্রয়াত পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক জেন গুডলকে

প্রয়াত জেন গুডল। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খ্যাতনামা পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক। প্রকৃতি সংরক্ষণে তাঁর অবদান বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে।

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

হিমালয়ের বিশুদ্ধ বাতাসে বিষ! মেঘ-বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু

হিমালয়ের বিশুদ্ধ বাতাসও আর নিরাপদ নয়! বোস ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য—পূর্ব হিমালয়ের মেঘ ও বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু। শিশুদের ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় ৩০% বেশি।