Home পরিবেশ ‘জলবায়ুর জন্য বিচার’ চেয়ে বেথুন স্কুলের সামনে মানববন্ধন

‘জলবায়ুর জন্য বিচার’ চেয়ে বেথুন স্কুলের সামনে মানববন্ধন

0

কলকাতা: বর্তমান সময়ে বিশ্বব্যাপী পরিবেশ সংকট ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। সেই সংকটের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার দুপুর ১টায় কলকাতার বেথুন স্কুলের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচির আয়োজক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।

এ দিনের কর্মসূচিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারা জলবায়ু সংরক্ষনের সমর্থনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ায়। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং পরিবেশ রক্ষার দাবিতে তারা বিভিন্ন স্লোগান তোলে। মানববন্ধনের মাধ্যমে তারা দাবি জানায়, যাতে পরিবেশ রক্ষায় আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু সংকট রোধ করতে এখনই উদ্যোগী না হলে ভবিষ্যতে পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। তাই, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।

এ দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বক্তব্য, “আমরা পরিবেশ রক্ষার জন্য লড়াই করছি। আমাদের ভবিষ্যৎ যাতে বিপন্ন না হয়, তার জন্যই এই আন্দোলন।”

Screenshot 20240927 1938402

এই ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীরা জলবায়ু সংকটের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন বিশিষ্টরা।

ছবি: রাজীব বসু

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version