Homeপরিবেশ'জলবায়ুর জন্য বিচার' চেয়ে বেথুন স্কুলের সামনে মানববন্ধন

‘জলবায়ুর জন্য বিচার’ চেয়ে বেথুন স্কুলের সামনে মানববন্ধন

প্রকাশিত

কলকাতা: বর্তমান সময়ে বিশ্বব্যাপী পরিবেশ সংকট ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। সেই সংকটের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার দুপুর ১টায় কলকাতার বেথুন স্কুলের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচির আয়োজক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।

এ দিনের কর্মসূচিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারা জলবায়ু সংরক্ষনের সমর্থনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ায়। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং পরিবেশ রক্ষার দাবিতে তারা বিভিন্ন স্লোগান তোলে। মানববন্ধনের মাধ্যমে তারা দাবি জানায়, যাতে পরিবেশ রক্ষায় আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু সংকট রোধ করতে এখনই উদ্যোগী না হলে ভবিষ্যতে পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। তাই, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।

এ দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বক্তব্য, “আমরা পরিবেশ রক্ষার জন্য লড়াই করছি। আমাদের ভবিষ্যৎ যাতে বিপন্ন না হয়, তার জন্যই এই আন্দোলন।”

এই ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীরা জলবায়ু সংকটের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন বিশিষ্টরা।

ছবি: রাজীব বসু

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

পৃথিবী হারাল প্রকৃতির প্রহরী, প্রয়াত পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক জেন গুডলকে

প্রয়াত জেন গুডল। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খ্যাতনামা পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক। প্রকৃতি সংরক্ষণে তাঁর অবদান বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে।

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

হিমালয়ের বিশুদ্ধ বাতাসে বিষ! মেঘ-বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু

হিমালয়ের বিশুদ্ধ বাতাসও আর নিরাপদ নয়! বোস ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য—পূর্ব হিমালয়ের মেঘ ও বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু। শিশুদের ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় ৩০% বেশি।