Homeপরিবেশবাড়িতেও নিস্তার নেই? বাইরের চেয়েও কি ঘরের ভিতরের বাতাস বেশি দূষিত?

বাড়িতেও নিস্তার নেই? বাইরের চেয়েও কি ঘরের ভিতরের বাতাস বেশি দূষিত?

প্রকাশিত

বাইরে নয়, ঘরের ভেতরের বায়ুই সবচেয়ে বেশি পরিমাণে দূষিত। বাইরের বাতাস দূষিত না হলেও ঘরের ভেতরে থাকা বাতাসবাহিত দূষিত পদার্থের কারণে মানুষ বেশি পরিমাণে অসুস্থ হচ্ছে। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

একাধিক বাড়িতে কম খরচের সেন্সর ও অভিনব উপায়ে গবেষণা চালান বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দু’ সপ্তাহ ধরে একটানা গবেষণা চালানো হয়। ‘সায়েন্টিফিক রিপোর্টস’ (Scientific Reports) জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।

গবেষকরা দেখেছেন, বাইরের বাতাস ঠিক থাকলেও বাড়ির অন্দরমহলের বায়ু অত্যন্ত দূষিত। এমনকি বাড়ির অন্দরমহলের বায়ু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র পিএম ২.৫ বা দূষণের মাত্রা বিপজ্জনক ভাবে বেশি পরিমাণে পেরিয়ে গেছে। বাড়ির লোকেশন বা জায়গা, কত লোক থাকছেন, বাড়িতে হাওয়া চলাচলের পথ কী রকম, এ সবের ওপর নির্ভর করে বাড়ির অন্দরমহলের বায়ু কতটা দূষিত। গবেষকরা নন নেগেটিভ ম্যাট্রিক্স ফ্যাক্টরাইজেশন টুল ব্যবহার করে তথ্য সংগ্রহ করেন।

অন্য আরেকটি পৃথক গবেষণায় দেখা গেছে, আমরা যে ঘরের ভেতরে সুগন্ধি মোমবাতি জ্বালাই তাতে বেশি পরিমাণে টক্সিন বা বিষাক্ত পদার্থ বাতাসে মেশে। এসিএস-এর ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেটার্স’ (Environmental Science and Technology Letters) নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণা রিপোর্ট। গবেষণায় দেখা গেছে, সাদা রঙের মোমবাতির চেয়ে সুগন্ধি মোমবাতি জ্বালালে বেশি পরিমাণে হাইড্রোকার্বন থাকা ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বাতাসে মেশে। বাতাসে ধূলিকণার সঙ্গে মিশে এই বিষাক্ত পদার্থ নিঃশ্বাসের মাধ্যমে রক্তে মেশে। নানান রকম অসুখ ডেকে আনে। মার্কিন যুক্তরাষ্ট্রের পারডিউ বিশ্ববিদ্যালয়ের গবেষক নুসরাত জঙ, ব্র্যান্ডন বুরের নেতৃত্বে একদল গবেষক এই গবেষণা চালান।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

হিমালয়ের বিশুদ্ধ বাতাসে বিষ! মেঘ-বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু

হিমালয়ের বিশুদ্ধ বাতাসও আর নিরাপদ নয়! বোস ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য—পূর্ব হিমালয়ের মেঘ ও বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু। শিশুদের ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় ৩০% বেশি।

গ্রীষ্মে গঙ্গার জলের অর্ধেকেরও বেশি উবে যায়! আইআইটি রূড়কির গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

গ্রীষ্মে গঙ্গা নদীর ৫৮ শতাংশ জল বাষ্প হয়ে যায়! IIT রূড়কির গবেষণায় উঠে এল গঙ্গার মূল জলের উৎস ও জল হ্রাসের নতুন তথ্য।