Homeপরিবেশলাদাখেই বিশ্বের সবচেয়ে বেশি স্নো লেপার্ড, প্রকাশ্যে এল গবেষণার চমকপ্রদ তথ্য

লাদাখেই বিশ্বের সবচেয়ে বেশি স্নো লেপার্ড, প্রকাশ্যে এল গবেষণার চমকপ্রদ তথ্য

প্রকাশিত

আন্তর্জাতিক জার্নাল PLOS এ প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি স্লো লেপার্ড বা বিরল প্রজাতির তুষারচিতা রয়েছে লাদাখে। ভারতে এখন ৭০৯টি তুষারচিতা বা স্লো লেপার্ড রয়েছে। এরমধ্যে ৪৭৭টি অর্থাৎ ৬৮% তুষারচিতা রয়েছে লাদাখেই।

লাদাখের হেমিস ন্যাশনাল পার্কে প্রতি ১০০ কিলোমিটার অন্তর রয়েছে ২.০৭টি তুষারচিতা বা স্লো লেপার্ড। লাদাখের চাংথাঙ হাই অল্টিচিউড কোল্ড ডেজার্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে রয়েছে সবচেয়ে কম সংখ্যক স্নো লেপার্ড।

গবেষকরা অকিউপেন্সি সার্ভে, ক্যামেরা ট্র্যাপ ও পায়ের ছাপ মিলিয়ে স্নো লেপার্ডের শুমারি করেন। সমীক্ষায় দেখা গেছে, ৩৯% তুষারচিতা সংরক্ষিত জায়গায় থাকলেও ৫৭% তুষারচিতা জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরেফিরে থাকে। জম্মু-কাশ্মীরের ইকো টাস্ক ফোর্সের বন আধিকারিক পঙ্কজ রায়নার নেতৃত্বে গবেষণা চালানো হয়। বিরল প্রজাতির প্রাণী স্নো লেপার্ডের সংরক্ষণ করা নিয়ে লাদাখের বাসিন্দারা সচেতন হয়েছেন। দুর্গম এলাকা, কম জনবসতি ও শিকার করার পর্যাপ্ত তৃণভোজী প্রাণী থাকার কারণে লাদাখে স্নো লেপার্ডের সংখ্যা বেড়েছে।

এদিকে, ৫০ বছরের মধ্যে প্রথমবার বিলুপ্তপ্রায় স্নো লেপার্ডের শুমারির ফল প্রকাশ করেছে সিকিম সরকার ।সিকিমের বন দফতর, কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক এবং ডাব্লিউডাব্লিউএফ (ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার – ইন্ডিয়া)-এর যৌথ উদ্যোগে ওই শুমারি করা হয়েছিল । সেই শুমারি থেকে জানা গিয়েছে, সিকিমের গেইজিং, পাকইয়ং ও মঙ্গন, এই তিন জেলায় বিলুপ্তপ্রায় স্নো লেপার্ডের সংখ্যা ২১ ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

পৃথিবী হারাল প্রকৃতির প্রহরী, প্রয়াত পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক জেন গুডলকে

প্রয়াত জেন গুডল। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খ্যাতনামা পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক। প্রকৃতি সংরক্ষণে তাঁর অবদান বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে।

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

হিমালয়ের বিশুদ্ধ বাতাসে বিষ! মেঘ-বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু

হিমালয়ের বিশুদ্ধ বাতাসও আর নিরাপদ নয়! বোস ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য—পূর্ব হিমালয়ের মেঘ ও বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু। শিশুদের ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় ৩০% বেশি।