Homeপরিবেশসময়ের আগেই কুলিকে হাজির পরিযায়ী পাখিরা! প্রকৃতিপ্রেমীদের চোখে আশার বার্তা

সময়ের আগেই কুলিকে হাজির পরিযায়ী পাখিরা! প্রকৃতিপ্রেমীদের চোখে আশার বার্তা

প্রকাশিত

এ যেন প্রকৃতির অঘোষিত আশ্চর্য! সময়ের আগেই রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে হাজির হয়ে গিয়েছে দেশি-বিদেশি পরিযায়ী পাখিদের দল। যেখানে জুন মাসের আগে এই দৃশ্য সচরাচর দেখা যায় না, সেখানে এবছর এপ্রিলের শেষ সপ্তাহেই মিলছে লিটল কর্মর‌্যান্ট, ইগ্রেটস প্রজাতির পাখিদের ঝাঁক। ইতিমধ্যে এই পাখিরা জারুল সহ একাধিক গাছে বাসা বাঁধতে শুরু করেছে

বিশেষজ্ঞদের মতে, এই আগাম আগমন একদিকে যেমন পরিবেশের ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে, তেমনি কুলিক পক্ষীনিবাসের রক্ষণাবেক্ষণের সফলতাও তুলে ধরছে।

কেন সময়ের আগে এল পরিযায়ীরা?
রায়গঞ্জের ডিএফও ভূপেন বিশ্বকর্মা জানিয়েছেন, “পক্ষীনিবাসের ক্যানেলে জল ধরে রাখা, সঠিক সময়ে খাদ্য সরবরাহ, পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার কাজ সময়মতো হওয়ায় এবছর নির্ধারিত সময়ের আগেই পরিযায়ী পাখিরা চলে এসেছে।”

আগাম বর্ষার প্রভাব:
উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালস-এর সম্পাদক গৌতম তান্তিয়ার কথায়,

“এপ্রিল মাসে যে আগাম বৃষ্টি হয়েছে, তার জন্যই হয়তো পরিবেশ অনুকূল হয়ে গিয়েছে পাখিদের আগমন উপযোগী করে।”

কে কে এসেছে, কে বাকি?

  • উপস্থিত: ইগ্রেটস, লিটল কর্মর‌্যান্ট
  • এখনও আসেনি: ওপেন বিল স্টর্ক, নাইট হেরন

তবে পাখিপ্রেমীদের আশা, আগামী সপ্তাহ দু’য়ের মধ্যে ওপেন বিল স্টর্ক ও নাইট হেরনদেরও আগমন শুরু হবে।
বিশেষত ওপেন বিল স্টর্কই প্রতি বছর সবচেয়ে বেশি সংখ্যায় হাজির হয় কুলিকে।

শুধু কুলিকে নয়, রায়গঞ্জ শহরের বিভিন্ন গাছেও যেমন মিলনপাড়া এলাকায়, পাখিরা বাসা বাঁধছে। এটা প্রমাণ করে কুলিকের বাইরেও পরিবেশ অনুকূল হয়ে উঠেছে তাদের থাকার জন্য।

কুলিকের গুরুত্ব:
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস রায়গঞ্জের কুলিক। বছরের নির্দিষ্ট সময়ে দেশের নানা প্রান্ত থেকে পক্ষীপ্রেমীরা ভিড় করেন এই অঞ্চলে। হাজার হাজার পরিযায়ী পাখির কলতান এই বনাঞ্চলকে করে তোলে জীবন্ত ও সজীব।

পাখিদের আগাম উপস্থিতি যেমন পরিবেশপ্রেমীদের উচ্ছ্বাস বাড়াচ্ছে, তেমনই পর্যটনের ক্ষেত্রেও ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।