Homeপরিবেশরেকর্ড পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমন, তাপমাত্রা বৃদ্ধি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের গুরুতর সতর্কবার্তা

রেকর্ড পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমন, তাপমাত্রা বৃদ্ধি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের গুরুতর সতর্কবার্তা

প্রকাশিত

সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী ৫৭.১ গিগাটন গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ১.৩ শতাংশ বেশি। এই বৃদ্ধি করোনা মহামারি পরবর্তী দশকের আনুমানিক গড় হারের চেয়েও বেশি। সতর্ক করে বলা হয়েছে, এই তথ্য আগামী কয়েক বছরের জন্য গুরুতর সংকেত বহন করছে।  ১১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন। তার আগে এই সতর্কবার্তা কপালে ভাঁজ ফেলার মতো।

রাষ্ট্রসঙ্ঘের পরিবেশ বিষয়ক প্রোগ্রামের (UNEP) একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা সতর্ক করেছেন, এই পরিস্থিতি যেন একটি ‘ইনটেনসিভ কেয়ার’ ইউনিটে প্রবেশ করার মতো।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান নীতিগুলি চালু থাকলে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা ৩.১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে, সব দেশ তাদের জাতীয়ভাবে নির্ধারিত অবদানের (NDC) লক্ষ্য পূরণ করলেও তাপমাত্রা বৃদ্ধি ২.৬-২.৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ হবে বলে আশঙ্কা।

ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP) এর এমিশন গ্যাপ রিপোর্টের ১৫তম সংস্করণে জানা যায়, শুধুমাত্র ভারত, চীন, মেক্সিকো, তুরস্ক এবং জাম্বিয়া তাদের নির্ধারিত NDC লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে। অন্যদিকে, জি-২০ দেশগুলোর গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০২৩ সালে আরও বেড়েছে, যা বৈশ্বিক মোট নির্গমনের ৭৭ শতাংশের জন্য দায়ী।

UNEP নির্বাহী পরিচালক ইনগার অ্যান্ডারসেন সাংবাদমাধ্যমকে বলেছেন, “এই মুহূর্তেই বিশ্ব জুড়ে এমন এক বিপুল উদ্যোগ প্রয়োজন যা আগে কখনো দেখা যায়নি — COP29 সম্মেলনে এর বাস্তবায়ন শুরু হওয়া দরকার।” পরিবেশ কর্মী হরজিত সিং বলেছেন, “COP29-এর নেতা এবং বিশেষ করে ধনী দেশগুলোর উচিত দায়িত্ব পালন করা।”

এই প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, বর্তমান নীতিগুলির অধীনে ২০৩০ সালে বিশ্বজুড়ে কার্বন নির্গমন ৫৩ থেকে ৫৯ গিগাটনের মধ্যে থাকবে, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় লক্ষ্যের থেকে অনেক দূরে। ২০৩০ সালের মধ্যে ২০১৯ সালের তুলনায় কার্বন নির্গমন ৪৩ শতাংশ কমানোর লক্ষ্য থাকলেও বর্তমান প্রবণতা সেই লক্ষ্য অর্জন থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

পৃথিবী হারাল প্রকৃতির প্রহরী, প্রয়াত পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক জেন গুডলকে

প্রয়াত জেন গুডল। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খ্যাতনামা পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক। প্রকৃতি সংরক্ষণে তাঁর অবদান বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে।

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

হিমালয়ের বিশুদ্ধ বাতাসে বিষ! মেঘ-বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু

হিমালয়ের বিশুদ্ধ বাতাসও আর নিরাপদ নয়! বোস ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য—পূর্ব হিমালয়ের মেঘ ও বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু। শিশুদের ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় ৩০% বেশি।