Homeঅনুষ্ঠানকখনও ভাবতে পারিনি আমি ছবির বিষয় হব: ‘পরমা…’র বিশেষ প্রদর্শনে বললেন অপর্ণা...

কখনও ভাবতে পারিনি আমি ছবির বিষয় হব: ‘পরমা…’র বিশেষ প্রদর্শনে বললেন অপর্ণা সেন  

প্রকাশিত

অজন্তা চৌধুরী

প্রভা খৈতান ফাউন্ডেশনের আয়োজনে সম্প্রতি আইনক্স সাউথ সিটিতে হয়ে গেল ‘পরমা: এ জার্নি উইথ অপর্ণা সেন’ ছবির বিশেষ প্রদর্শন। পরিচালনায় সুমন ঘোষ। সমস্ত ছবিটাই আবর্তিত চলচ্চিত্রনির্মাতা ও অভিনেত্রী অপর্ণা সেনকে কেন্দ্র করে। এই তথ্যচিত্র শিল্পীর শিকড়ের সন্ধান করে। একজন চলচ্চিত্রনির্মাতা, অভিনেত্রী, সাময়িকপত্র সম্পাদক এবং কর্মী হিসাবে তাঁর কাজকে অন্বেষণ করে।

ছবির বিশেষ প্রদর্শনে এসে অপর্ণা সেন বললেন, “প্রভা খৈতান ফাউন্ডেশনকে ধন্যবাদ এই আয়োজনের জন্য। আমি কখনও ভাবতে পারিনি যে একজন পরিচালকের ছবির বিষয় হতে পারি আমি। সুমনের এই ভাবনাটাই আমাকে অবাক করেছিল। এই ছবির জন্য আমার সমস্ত ছবির লোকেশনে বহু বছর পর পুনরায় ভিজিট করেছি। আজ ছবি দেখে এত মানুষের প্রতিক্রিয়া পেয়ে খুব ভালো লাগছে।”

পরিচালক সুমন ঘোষের কথায়, “সন্দীপ ভুতোরিয়া আমার অনেক দিনের বন্ধু। ব্যক্তিগত ভাবে তিনি সব সময় আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। শুধুমাত্র কলকাতা নয়, সারা ভারত জুড়ে শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে প্রভা খৈতান ফাউন্ডেশনের অবদান অকল্পনীয়। তারা আজকে আমার ডকুমেন্টরি ফিল্ম ‘পরমা’র স্পেশ্যাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করলেন, বিশিষ্ট মানুষেরা ছবিটা দেখতে এলেন, তাঁদের মতামত জানালেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”

এই ছবির ভাবনা সম্পর্কে সুমন ঘোষ জানালেন, “অপর্ণা সেন আমার বসু পরিবার ছবির অভিনেতা ছিলেন। তার পরবর্তী কালে অনেক আড্ডা হয়েছে ওঁর সাথে। আমি অনুভব করি মানুষটার ব্যাপ্তিটা। তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী বা পরিচালক নন, একজন সাংবাদিকও। তাঁর রাজনৈতিক সত্তা, ব্যক্তি মানুষ সবটা নিয়ে মানুষটা। এ রকম মানুষ মনে হয় আসতে আসতে হারিয়ে যাচ্ছে। এই ভাবনা থেকেই মনে হয়েছিল, এই সবটা নিয়ে মানুষটাকে তুলে ধরা দরকার। আমি প্রথম তথ্যচিত্র বানিয়েছিলাম অমর্ত্য সেনকে নিয়ে। এ রকম বাঙালি যাঁরা বিশ্ববরেণ্য তাঁদের এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। মনে হয়, কেন তাঁরা বিশ্ববরেণ্য? আমার মনে হয়, আমাদের প্রজন্মে কোন জিনিসটার অভাব আছে যার জন্য আরেকটা পরমা হতে পারেনি? সেটা থেকে শুরু হয় আমার ছবির এই জার্নিটা।”

এ দিন ‘পরমা’র বিশেষ প্রদর্শনে উপস্থিত ছিলেন চূর্ণী গাঙ্গুলী, কৌশিক গাঙ্গুলী, পরমব্রত চট্টোপাধ্যায়, কল্যাণ রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রজতাভ দত্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, তনুশ্রী শংকর, সুবোধ সরকার-সহ শিল্পসংস্কৃতি জগতের বিশিষ্ট মানুষেরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৭তম বর্ষপূর্তি অনুষ্ঠান, পাশে থাকার বার্তা দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু

জীবনের কান্ডারি হলেন বাবা-মা। ছাত্রছাত্রীরা জীবনে প্রতিষ্ঠিত হয়ে সেই বাবা-মাকে যেন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে না দেন, সে-ই আবেদন জানালেন সাধারণ সম্পাদক।

১৯তম আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সূচনা সাবর্ণ রায়চৌধুরীদের বড়বাড়িতে

বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অনন্য সাক্ষী হতে চাইলে একবার ঘুরে আসুন বড়িশার সাবর্ণ রায় চৌধুরী পরিবারের বাড়ি থেকে।

সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত ১৯তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব, শুরু ৯ ফেব্রুয়ারি

সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত ১৯তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব অনুষ্ঠিত হতে চলেছে...