Home চাষবাসের খবর মাটি পরিষ্কার করে ফলন বাড়াবে, আইআইটি বোম্বের গবেষকরা তৈরি করলেন ‘সুপার ব্যাক্টেরিয়া’

মাটি পরিষ্কার করে ফলন বাড়াবে, আইআইটি বোম্বের গবেষকরা তৈরি করলেন ‘সুপার ব্যাক্টেরিয়া’

0

তাক লাগিয়ে দিলেন আইআইটি বোম্বের গবেষকরা। তাঁরা আবিষ্কার করেছেন এমন এক সুপার ব্যাক্টেরিয়া যা মাটিতে মিশে থাকা ক্ষতিকর, দূষিত, টক্সিক পদার্থকে পুষ্টিকর পদার্থে পরিণত করে গাছের বৃদ্ধি ঘটাতে সহায়ক।

এখনকার সময় ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত সার, কীটনাশক, কসমেটিকস, প্লাস্টিক, রঙ মাটিতে মিশছে। এ সব ক্ষতিকর টক্সিক পদার্থ বীজ থেকে গাছ বেরোনোর পদ্ধতি আটকে দেয়। গাছের বৃদ্ধি আটকায়। পরিবেশ দূষিত করে। অসুখবিসুখ ডেকে আনে।

আইআইটি বোম্বের বায়োসায়েন্স ও বায়োইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক প্রশান্ত ফালের নেতৃত্বে গবেষকদল দূষিত মাটি ও চাষের জমি থেকে নির্দিষ্ট ব্যাক্টেরিয়ার প্রজাতিকে চিহ্নিত করে। গবেষকরা দেখেছেন সয়ডোমোনাস (Pseudomonas) ও অ্যাসিনেটোব্যাকটার ( Acinetobacter) জিনের অন্তর্ভুক্ত ব্যাক্টেরিয়া ক্ষতিকর, পরিবেশ দূষণকারী পদার্থ খেয়ে বেঁচে থাকে। মাটিতে মিশে থাকা ক্ষতিকর টক্সিক পদার্থকে তারা পরিণত করে নন-টক্সিন যৌগে। তারা জলে মেশে না ফসফরাস ও পটাশিয়ামকে এমনই ফর্মে পরিণত করে যা গাছ সহজে শুষে নিতে পারে। সাইডেরোফোর নামক পদার্থ তৈরি করে যাতে গাছ সহজে লোহা শুষে নিতে পারে। গাছের বৃদ্ধি ঘটাতে গ্রোথ হরমোন ইন্ডোলিয়াসেটিক অ্যাসিডের নিঃসরণ ঘটায়। দুটি জিনের ব্যাক্টেরিয়াকে একসঙ্গে সংযুক্ত করে ব্যাক্টেরিয়াল ককটেল গম, মুগডাল, পালংশাক, মেথি চাষের উৎপাদন ৪০-৫০% বাড়িয়ে তুলেছে।

এ ছাড়াও গবেষকরা দেখেছেন, সুপার ব্যাক্টেরিয়া মাটির ফার্টিলিটি বা উর্বরতার হার বাড়িয়ে তুলেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version