Homeউৎসবরাখি বন্ধন উৎসবে বাড়িতে বানাতে পারেন এই ৪ রকমের রাখি, কীভাবে বানাবেন...

রাখি বন্ধন উৎসবে বাড়িতে বানাতে পারেন এই ৪ রকমের রাখি, কীভাবে বানাবেন জেনে নিন

রাখি বন্ধন উৎসব প্রায় এসেই গেল। ভাই-বোনের ভালোবাসার প্রতীক রাখি বন্ধন উৎসব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমায় এই উৎসব পালিত হয়। রাখি উপলক্ষে বাজারে বিভিন্ন ধরনের রাখি কিনতে পাওয়া যায়।

প্রকাশিত

রাখি বন্ধন উৎসব প্রায় এসেই গেল। ভাই-বোনের ভালোবাসার প্রতীক রাখি বন্ধন উৎসব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমায় এই উৎসব পালিত হয়। রাখি উপলক্ষে বাজারে বিভিন্ন ধরনের রাখি কিনতে পাওয়া যায়।

কিন্তু বাড়িতে কীভাবে রাখি বানাবেন। খুব সহজেই আধুনিক ডিজাইনের রাখি নিজের হাতে বানাতে পারেন ভাইয়ের জন্য।

উলের রাখি

উলের রাখি বানাতে লাগবে পছন্দের রঙের উলগোলা। বিভিন্ন রঙের বানাতে হলে একাধিক রঙের উল ব্যবহার করতে হবে।প্রথমে বাঁ হাতের চারটি আঙুল এক সঙ্গে করে উলের মুখটি নিয়ে আঙুলের মধ্যে বেশ খানিকটা পেঁচিয়ে নিতে হবে। তারপর উলটি কাঁচি দিয়ে কেটে গোলা থেকে আলাদা করতে হবে। এই বার হাত থেকে উল ওই অবস্থায় রেখেই খুলে ফেল আনতে হবে।সেই উল এক টুকরো ছোটো উল দিয়ে ঠিক মাঝ বরাবর বেঁধে নিতে হবে। উলের চার দিকটা কাঁচি দিয়ে কেটে গোল আকার দিতে হবে।

এই ভাবে দুই থেকে তিনটি রঙের উল নিয়ে ছোটো গোল ফুলের মতো করে নিতে হবে। তবে নজর রাখতে হবে সব ক’টি যেন এক মাপের না হয়। কোনোটা ছোটো কোনোটা বড়ো বানাতে হবে।

এর পর বড়ো মাপের উলের গোল ফুলগুলি আঠা দিয়ে পর পর বসিয়ে নিতে হবে।

এরপর হাতে বাঁধার মতো মাপ করে একটি উলের টুকরো নিয়ে এই উলের ফুলটির নীচে আঠা দিয়ে বসিয়ে দিতে হবে। তার জন্য ব্যবহার করতে হবে একটি ছোটো কাগজের টুকরো। ফুলটির পেছনে উলের টুকরোটি মাঝ বরাবর বসিয়ে আঠা দিয়ে তার ওপর কাগজের টুকরোটি সাঁটিয়ে দিতে হবে।

এরপরে ফুলটি উলটে নিয়ে সোজা পিঠে কিছু নকশা করা যেতে পারে। তার জন্য বাজারচলতি পুঁতি বা রংবেরঙের স্টোন ব্যবহার করা যেতে পারে। এই সবই পছন্দমতো ব্যবহার করা যাবে। সবটাই আঠা দিয়ে ফুলটির ওপর আটকাতে হবে। ব্যাস তৈরি উলের রাখি।


বৈদিক রাখি

দুর্বা, অক্ষত অর্থাৎ অখন্ড চাল, চন্দন, সরষে ও জাফরান এই পাঁচটি সামগ্রী দিয়ে বৈদিক রাখি বানানো যায়। এইবার সমস্ত সামগ্রী একটি হলুদ রেশম কাপড়ে বেঁধে নিন, সেলাইও করে নিতে পারেন। এই পাঁচটি উপকরণ ছাড়া, হলুদ, কড়ি বা গোমতী চক্রও এতে রাখতে পারেন। সেলাইয়ের পর মৌলীসুতোয় গেঁথে নিন এটি। এই উপায় ভাইয়ের জন্য বৈদিক রাখি তৈরি করা যায়।


লাল টিপের রাখি

বাড়িতে শুধু লাল টিপ থাকলেই এই রাখি বানিয়ে নিতে পারবেন।

রাখির বেসটা প্রথমে গোল করে কেটে নিন। তারপর বাড়িতে মাঝারি লাল টিপ ওই বেসের উপর গোল করে সাজিয়ে লাগিয়ে নিন। টিপে তো এমনিতেই আঠা থাকে, তাই আলাদা করে আঠার প্রয়োজন হয় না। ভরাট করে টিপ লাগিয়ে নিন। তারপর টিপের উর লাগিয়ে নিন চুমকি। একেবারে মাঝে বসিয়ে দিয়ে ছোট সাদা পুতি। এরপর রাখির বাঁধার ফিতে বানিয়ে নিন।

লাল ফিতের মধ্যে বিভিন্ন আকারের পুতি ভরে, মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে নিন বানিয়ে রাখা টিপের ডিজাইনের রাখি। তারপর দু’দিকে শক্ত করে সুতো বেঁধে দিন, তাহলেই তৈরি হয়ে যাবে টিপের রাখি।

শিফন সুতোর রাখি

পদ্ধতি একই। খালি উলের বদলে ব্যবহার করতে হবে বিভিন্ন রঙের শিফন সুতো। বেঁধে নেওয়ার পর ছোটো ব্রাশ দিয়ে ফুলটিকে ভালো করে আছড়ে নিতে হবে।

এরপর চার দিকটা সমান ভাবে গোল করে কেটে নিতে হবে। পেছনে একটি রঙিন রিবন ব্যবহার করা যায়। তা কাগজের মাধ্যমে আঠা দিয়েই আটকাতে হবে।

এরপর সাজানোর পালা। সাজানোর জন্য বাজারে নানান রকমের পুঁতি ও স্টোন বা জরি পাওয়া যায়। সেগুলিকে আঠার মাধ্যমে রাখির ওপর বসিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়। তা হলেই তৈরি শিখন সুতোর রাখি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

লক্ষ্মী আরাধনায় মাতলেন তারকারা, রইল ছবি

সোমবার ছিল কোজাগরি লক্ষ্মীপুজো। লক্ষ্মী আরাধনার মেতেছিলেন সাধারণ মানুষ, তেমনি সেলিব্রেটিরাও ভক্তি সহকারে পুজো...

মহা শিবরাত্রি ২০২৫: জলাভিষেকের সময়, উপকরণ ও পুজোর বিধি

আজ মহা শিবরাত্রিতে বিরল গ্রহ সংযোগ ঘটেছে। আজ শুক্র তার উচ্চস্থানে মীন রাশিতে অবস্থান...

শিবরাত্রি ও মহা শিবরাত্রি কি একই? জানুন এই দুই উৎসবের পার্থক্য

মহাদেবের ভক্তরা মহা শিবরাত্রি ২০২৫ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। এই শুভ দিনে ভগবান শিবের তাণ্ডব...