Homeশরীরস্বাস্থ্যলিভারের রোগ সারাতে সহায়ক এআই প্রযুক্তি, জানালেন চিকিৎসকরা

লিভারের রোগ সারাতে সহায়ক এআই প্রযুক্তি, জানালেন চিকিৎসকরা

প্রকাশিত

জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে লিভার সংক্রান্ত রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে এআই প্রযুক্তি। এমনই মনে করছেন চিকিৎসকরা।

মেটাবলিক-সম্পর্কিত স্টেটোটিক লিভার রোগ (MASLD) বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী লিভার রোগ বলে মনে করা হয়। সাম্প্রতিক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড ব্যবহার করে প্রাথমিক পর্যায়ের মেটাবলিক-সম্পর্কিত স্টেটোটিক লিভার রোগ নির্ভুল ভাবে শনাক্ত করতে সক্ষম এআই প্রযুক্তি।

লিভারের এই অসুখে যকৃতে সঠিক ভাবে চর্বি পরিচালিত হয় না। সাম্প্রতিক সময়ে বিশ্ব জুড়ে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এই রোগে আক্রান্তের সংখ্যা। এই অসুখে স্থূলতা, টাইপ-২ ডায়াবেটিস এবং অস্বাভাবিক কোলেস্টেরল-মাত্রার সমস্যাও দেখা যায়। সঠিক ভাবে সঠিক সময় চিহ্নিত না হলে এই অসুখ গুরুতর আকার করতে পারে। তাই প্রাথমিক স্তরেই রোগ নির্ণয় অত্যন্ত জরুরি। অনেক সময় এটি শেষ ধাপে না যাওয়া পর্যন্ত শনাক্ত করা যায় না। কারণ প্রাথমিক পর্যায়ে বেশি উপসর্গ থাকে না।

আমেরিকার তিনটি সাইট থেকে ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ডে ইমেজিং ফলাফল বিশ্লেষণ করেন ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষক আরিয়ানা স্টুয়ার্ট এবং তাঁর দল। তাঁরা একটি এআই অ্যালগরিদম ব্যবহার করে ৮৩৪ জন রোগীর ওপর সমীক্ষা চালান। গবেষকদের মতে, এআই রোগীর ডেটা বিশ্লেষণ করে চিকিৎসা আরও দ্রুত করতে পারে এআই। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লিভার ডিজিজেস দ্বারা আয়োজিত লিভার মিটিং-এ এই গবেষণাটি প্রকাশিত করা হবে।

এর আগে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, লিভার ফাইব্রোসিস শনাক্ত করতে এবং নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের রোগ নির্ণয় করতে ব্যবহার করা যেতে পারে এআই প্রযুক্তিকে। ফোকাল লিভারের ক্ষতগুলিকে আলাদা করা, হেপাটোসেলুলার ক্যানসার নির্ণয়, দীর্ঘস্থায়ী লিভার ডিজিজের (সিএলডি) পূর্বাভাস দিতে চিকিৎসকদের ব্যাপক সাহায্য করতে পারে এআই।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে ভেজানো জল খাবেন কেন? জানুন আশ্চর্য উপকারিতা

জিরে ভেজানো জল শুধু হজম নয়, ওজন নিয়ন্ত্রণ, ঘুমের সমস্যা ও অ্যাসিডিটিও দূর করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে জল খাওয়ার উপকারিতা জেনে নিন বিস্তারিতভাবে।

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।