Homeশরীরস্বাস্থ্যকৃত্রিম ঠান্ডা পানীয়তেই বিপদ! মহিলাদের মধ্যে মুখগহ্বরের ক্যানসারের ঝুঁকি ৫ গুণ বেশি

কৃত্রিম ঠান্ডা পানীয়তেই বিপদ! মহিলাদের মধ্যে মুখগহ্বরের ক্যানসারের ঝুঁকি ৫ গুণ বেশি

প্রকাশিত

চৈত্র মাসের শুরু থেকেই সূয্যিমামার রক্তচক্ষুর দেখা মিলছে। খাতায় কলমে বসন্ত হলেও দিনের দহনবেলা প্রবল বিক্রমে জানাচ্ছে গরমকাল আসন্ন। গরম মানেই আট থেকে আশি সকলের কৃত্রিম চিনিযুক্ত ঠান্ডা পানীয় খাওয়ার প্রবনতা বাড়ে। কিন্তু এবার গরমে ঠান্ডা পানীয় গলায় ঢালার আগে একটু ভাবুন। কেন না, সাম্প্রতিক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, যে সব মহিলা দিনে কমপক্ষে এক বোতল চিনিযুক্ত কৃত্রিম ঠান্ডা পানীয় খান তাঁদের যাঁরা সেই সব পানীয় খান না এমন মহিলাদের চেয়ে ৫ গুণ বেশি মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। গত বৃহস্পতিবার আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে JAMA Otolaryngology Head Neck Surgery নামক জার্নালে।

গবেষণায় দেখা গেছে, মদ্যপান বা ধূমপান করেন না এমন কমবয়সিদের মধ্যেও উদ্বেগজনক মাত্রায় বাড়ছে মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা। গবেষকদের মতে এক্ষেত্রে খাওয়া দাওয়া বিরাট ভূমিকা পালন করছে। এক সময় ধূমপায়ী, মদ্যপান, সুপুরি খাওয়ার অভ্যাস থাকলে বয়স্ক পুরুষদের মধ্যে মুখগহ্বরের ক্যানসার হওয়ার ঘটনা ঘটত। কিন্তু আজ নিয়মিত কৃত্রিম চিনিযুক্ত ঠান্ডা পানীয় খাওয়ার ফলে এই বিশেষ রকমের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ধূমপান করেন না কমবয়সি মহিলারা বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। ২০২০ সালে গোটা বিশ্বে মোট ৩,৫৫,০০০ মানুষ মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ১,৭৭,০০০ রোগীর। আগে কৃত্রিম পানীয়র কারণে কোলোরেক্টাল ও পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে বলে গবেষণায় দেখা গিয়েছিল। কিন্তু এখন সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের অধ্যাপক তথা প্রধান গবেষক ব্রিটানি বারবার জানান, সাধারণত মহিলাদের মধ্যে ব্রেস্ট ও কোলোন ক্যানসারের তুলনায় মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা কম। কিন্তু উদ্বেগজনক মাত্রায় এখন ধূমপান ও মদ্যপান করেন না এমন কমবয়সি মহিলাদের মধ্যে মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।