Homeশরীরস্বাস্থ্যগরমে শরীর রাখুন ঠান্ডা, তাজা ও সুস্থ: ফলসা খাওয়ার ৬টি দুর্দান্ত উপকারিতা

গরমে শরীর রাখুন ঠান্ডা, তাজা ও সুস্থ: ফলসা খাওয়ার ৬টি দুর্দান্ত উপকারিতা

প্রকাশিত

গরমে তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। ভ্যাপসা গরমের মাঝে আবার কখনো সখনো বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি। এই পরিস্থিতিতে শরীরকে আর্দ্র ও তরতাজা রাখতে অবশ্যই খান ফলসা ফল। টক মিষ্টি স্বাদের ছোট্ট ফলের বৈজ্ঞানিক নাম হল Grewia asiatica। গোটা ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় ফলসা ফল। পুষ্টির সুপার হাউজ বলে ডাকা হয় বেগুনি রঙের ফলসা ফলকে। ছোট্ট গোলাকার ফল পাকলে ঘন বেগুনি রঙের হয়। এপ্রিল থেকে জুনে বাজারে দেখতে পাওয়া যায়।

কতটা উপকারী ফলসা ফল

১) বিভিন্ন গবেষণায় দেখা গেছে শরীর ঠান্ডা করে ফলসা। আর্দ্র রাখতে সাহায্য করে। তাই হিটস্ট্রোক বা ডিহাইড্রেশন হলে ফলসা ফল খেতে বলা হয় আয়ুর্বেদে।

২) রোদে ঘোরাঘুরি করে শরীর গরম হয়ে যায়। বাড়ি ফিরে এক গ্লাস ঠান্ডা ফলসার শরবত খেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে, পেট ঠান্ডা হয় আর গরমে শরীর ক্লান্ত হয়ে গেলে আরাম মেলে। শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে।

৩) অ্যানথোসায়ানিন, ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে বলে ফলসা ত্বকের জন্য দারুণ উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের ফোলা ভাব কমায় ও অক্সিডেটিভ স্ট্রেস কমায় ফলসা। ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া আটকায়।

৪) ফলসা হজমশক্তি বাড়ায়। পেট ফাঁপা, অ্যাসিডিটি, পেট ফোলা, পেটে মোচড় দেওয়ার সমস্যা দূর করে।

৫) ফলসা শরীর থেকে বের করে দেয় টক্সিন। লিভার ঠিক রাখে।

৬) পটাশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস, ভিটামিন সি সমৃদ্ধ ফলসা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হাড় মজবুত করে। ব্রণর সমস্যা দূর করে ও দাগছোপ দূর করে। লোহা থাকে বলে ফলসা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে ভেজানো জল খাবেন কেন? জানুন আশ্চর্য উপকারিতা

জিরে ভেজানো জল শুধু হজম নয়, ওজন নিয়ন্ত্রণ, ঘুমের সমস্যা ও অ্যাসিডিটিও দূর করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে জল খাওয়ার উপকারিতা জেনে নিন বিস্তারিতভাবে।

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।