Homeশরীরস্বাস্থ্যঅবিশ্বাস্য সাফল্য! ১২ ঘণ্টার জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে লেবুর আকারের টিউমার অপসারণ করল...

অবিশ্বাস্য সাফল্য! ১২ ঘণ্টার জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে লেবুর আকারের টিউমার অপসারণ করল ফর্টিস হাসপাতাল

ফর্টিস আনন্দপুর হাসপাতালে ১২ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে মস্তিষ্ক থেকে লেবুর আকারের টিউমার অপসারণ। মায়ানমারের ৪০ বছরের এক মহিলার সফল চিকিৎসা বিশ্বমানের স্বাস্থ্যসেবার দৃষ্টান্ত স্থাপন করল।

প্রকাশিত

আবারও প্রমাণ হল চিকিৎসায় দক্ষতা, প্রযুক্তি ও টিমওয়ার্কের অসামান্য সমন্বয়! কলকাতার ফর্টিস হাসপাতাল আনন্দপুরে (Fortis Hospital Anandapur) ১২ ঘণ্টা ধরে চলা এক বিরল ও অত্যন্ত জটিল অস্ত্রোপচারে ৪০ বছরের এক মহিলার মস্তিষ্ক থেকে লেবুর আকারের টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে।

রোগী মায়ানমারের ইয়াঙ্গুনের বাসিন্দা। গত চার মাস ধরে তিনি তীব্র মাথাব্যথা, ভারসাম্য হারানো এবং ক্রমশ কমতে থাকা দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছিলেন। ভর্তি হওয়ার সময় তাঁর বাম চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল, ডানদিকের শরীরে দুর্বলতাও দেখা দিয়েছিল। বিস্তারিত পরীক্ষায় ধরা পড়ে একটি বিশাল ক্লিনয়েডাল মেনিঞ্জিওমা (Clinoidal Meningioma) — অ-ক্যানসারযুক্ত মস্তিষ্কের টিউমার, যা খুলি-ভিত্তিক অংশে গজায় এবং অপটিক নার্ভ ও গুরুত্বপূর্ণ রক্তনালির সঙ্গে জড়িয়ে থাকে।

এই ধরনের টিউমার চিকিৎসায় সবচেয়ে জটিল হিসেবে পরিচিত, কারণ সামান্যতম ভুলও স্থায়ী দৃষ্টিহীনতা বা পক্ষাঘাত ঘটাতে পারে।

আরও পড়ুন: চাঞ্চল্যকর কেন্দ্রীয় রিপোর্ট! প্রতি ৩ জন ভারতীয় শিশুর মধ্যে ১ জনের শরীরে অতিরিক্ত কোলেস্টেরল

অস্ত্রোপচারটি নেতৃত্ব দেন ড. জি. আর. বিজয় কুমার, ডিরেক্টর, নিউরোসার্জারি, ফর্টিস আনন্দপুর। তিনি জানান, “এটি আমাদের হাসপাতালে সবচেয়ে জটিল ব্রেন টিউমারের একটি কেস ছিল। টিউমারটির মাপ ছিল প্রায় ৭.৭ × ৪.৩ × ৫.৮ সেমি — প্রায় একটি বড় লেবুর সমান। এটি এমন জায়গায় ছিল যা দৃষ্টি ও মোটর ফাংশন নিয়ন্ত্রণ করে। টিউমারটি গুরুত্বপূর্ণ স্নায়ু ও রক্তনালির সঙ্গে জটিলভাবে জড়িয়ে ছিল, ফলে প্রতিটি ধাপ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে সঠিক পরিকল্পনা, ধৈর্য ও টিমওয়ার্কের মাধ্যমে আমরা সম্পূর্ণ টিউমারটি অপসারণ করতে পেরেছি।”

অপারেশনে ক্র্যানিওটমি (মাথার খুলি খোলা) ও মাইক্রোসার্জারি প্রযুক্তি ব্যবহৃত হয়। টানা ১২ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। তবুও সার্জিকাল দলটি সফলভাবে পুরো টিউমারটি অপসারণ করতে সক্ষম হয়, কোনও স্নায়বিক ক্ষতি ছাড়াই।

অস্ত্রোপচারের পর রোগীর অবস্থার দ্রুত উন্নতি ঘটছে। তিনি এখন হাঁটতে পারছেন সহায়তার মাধ্যমে, এবং দৃষ্টিশক্তিও ধীরে ধীরে ফিরছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় বর্ষা। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

সলমনের সহ-অভিনেতা ভারতের প্রথম নিরামিষ বডিবিল্ডার বরিন্দর ঘুমান প্রয়াত, হৃদরোগে মৃত্যু ৪২ বছর বয়সে

বিশ্বের প্রথম নিরামিষ বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর ঘুমান প্রয়াত। বৃহস্পতিবার অমৃতসরের বেসরকারি হাসপাতালে হৃদরোগে মৃত্যু। ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।

ভারতে ওষুধের মান নিয়ন্ত্রণে পদ্ধতিগত দূর্বলতা রয়েছে, বিপদ ঘটতে পারে আন্তর্জাতিক স্তরেও, উদ্বেগ হু-র

মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ২০ শিশুর মৃত্যু দূষিত কফ সিরাপ খেয়ে। কফ সিরাপে বিষাক্ত ডাইইথিলিন গ্লাইকোল মেলায় উদ্বিগ্ন WHO। সংস্থার মালিক গ্রেফতার, উৎপাদন বন্ধের নির্দেশ।

আরও পড়ুন

ভারতে ওষুধের মান নিয়ন্ত্রণে পদ্ধতিগত দূর্বলতা রয়েছে, বিপদ ঘটতে পারে আন্তর্জাতিক স্তরেও, উদ্বেগ হু-র

মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ২০ শিশুর মৃত্যু দূষিত কফ সিরাপ খেয়ে। কফ সিরাপে বিষাক্ত ডাইইথিলিন গ্লাইকোল মেলায় উদ্বিগ্ন WHO। সংস্থার মালিক গ্রেফতার, উৎপাদন বন্ধের নির্দেশ।

শহুরে জীবন, কর্মক্ষেত্রে মানসিক চাপ, ‘কুল ইমেজ’ দেখানোর মোহে ধুূমপান বাড়ছে তরুণী ও মহিলাদের মধ্যে, জানাচ্ছে সমীক্ষা

কলকাতায় তরুণী ও মহিলাদের মধ্যে তামাক ব্যবহারের হার বাড়ছে। সমীক্ষা জানাচ্ছে, ১৫-২৪ বছরের শহুরে মহিলাদের ১২% ধূমপান বা গুটখা খান। চিকিৎসকরা বলছেন, এর প্রভাব পুরুষদের তুলনায় মহিলাদের শরীরে অনেক বেশি ক্ষতিকর

চাঞ্চল্যকর কেন্দ্রীয় রিপোর্ট! প্রতি ৩ জন ভারতীয় শিশুর মধ্যে ১ জনের শরীরে অতিরিক্ত কোলেস্টেরল

‘চিল্ড্রেন ইন ইন্ডিয়া ২০২৫’ রিপোর্টে কেন্দ্রের চাঞ্চল্যকর দাবি—ভারতে প্রতি ৩ জন শিশুর মধ্যে ১ জনের রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। পশ্চিমবঙ্গে সংখ্যাটা ৬৭%! ছোটবেলায় ফ্যাট জমলে ভবিষ্যতে হার্ট, ডায়াবেটিস ও স্থুলতার ঝুঁকি বাড়বে বলে সতর্ক বিশেষজ্ঞরা।