Homeশরীরস্বাস্থ্যরোজ একটা কমলালেবুই যথেষ্ট! মানসিক অবসাদ রুখতে হার্ভার্ড গবেষণার চমক

রোজ একটা কমলালেবুই যথেষ্ট! মানসিক অবসাদ রুখতে হার্ভার্ড গবেষণার চমক

প্রকাশিত

ইংরেজিতে প্রবাদ আছে রোজ একটা করে আপেল খেলে অসুখবিসুখ দূরে থাকে। তেমন ভাবে বলা যায় রোজ একটা করে কমলালেবু খেলে মানসিক উদ্বেগ ও অবসাদকে ঠেকানো সম্ভব। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ইনস্ট্রাক্টর ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসক রাজ মেহতা তাঁর গবেষণায় দেখিয়েছেন, রোজ একটা করে কমলালেবু খেলে মানসিক অবসাদগ্রস্ত হওয়ার আশঙ্কা কমে ২০%। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বায়োমেডসেন্ট্রাল নামক জার্নালে।

গবেষণায় দেখা গেছে, টক ভাবযুক্ত ফল কমলালেবু খেলে মানুষের অন্ত্রে থাকা ভালো ব্যাক্টেরিয়া ‘F. prausnitzii’ সক্রিয় হয়ে ওঠে যা নিউরোট্রান্সমিটার হরমোন ডোপামিন ও সেরোটোনিনের নিঃসরণ বাড়ায়। এই ২ হরমোন মন মেজাজ ভালো রাখতে সাহায্য করে। গবেষক রাজ মেহতা জানান, গোটা বিশ্বে ২৮ কোটি মানুষ মানসিক অবসাদগ্রস্ত। ৭০% রোগী প্রাথমিক ভাবে অবসাদের কথা জানেন না। সেইমতো প্রথম থেকে চিকিৎসার সুযোগ পাননি। এক্ষেত্রে ডায়েট বিশেষ ভূমিকা পালন করে মানসিক অবসাদ রুখতে। ‘

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এছাড়া মেলে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্দিকাশির মতো নানান সংক্রামক অসুখ দূর করার আশ্চর্যজনক ক্ষমতা আছে কমলালেবুর। আস্ত কমলালেবুর চেয়েও বেশি উপকারী কমলালেবুর খোসা। রোগ প্রতিরোধ শক্তিতে ভরপুর ওপরের আস্তরণটি। শরীরের জন্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, ভিটামিনে সমৃদ্ধ কমলালেবুর খোসা তাই ফেলে না দিয়ে খাওয়া উচিত।

আশ্চর্য হলেও সত্যি একটা আস্ত কমলালেবুতে যে পুষ্টি মেলে, তার ৪ গুণ বেশি পুষ্টি মেলে লেবুর খোসায়। আমরা জানি রসে টুইটম্বুর কমলালেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি ছাড়াও প্রচুর পরিমাণে ফাইবার ও পলিফেনলে সমৃদ্ধ কমলালেবুর খোসা। আমাদের দৈনন্দিন যে পরিমাণ ভিটামিন সি’র প্রয়োজন তার ১৪% পাওয়া যায় মাত্র ১ চামচ (৬ গ্রাম) কমলালেবুর খোসায়। একটা গোটা ফলের থেকে যে পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়, তার ৩ গুণ মেলে মাত্র এক চামচ খোসা থেকে। ফলের চেয়েও ৪ গুণ বেশি ফাইবার পাওয়া যায় খোসায়। গবেষণায় দেখা গেছে ভিটামিন সি ও ফাইবার সমৃদ্ধ খাবার হার্ট ও ডাইজেস্টিভ সিস্টেম বা পাচন ক্রিয়াকে ভালো রাখে। বিভিন্ন রকমের ক্যানসার রোধ করতেও সক্ষম। কমলালেবুর খোসায় আছে প্রচুর পরিমাণে প্রোভিটামিন এ, ফোলেট, রাইবোফ্লেভিন, থায়ামিন, ভিটামিন বি৬ আর ক্যালসিয়াম। এছাড়া আছে প্রচুর পরিমাণে পলিফেনল যা ডায়াবেটিস, স্থুলতা, অ্যালজাইমার্স প্রতিরোধ করতে সক্ষম। গবেষণায় দেখা গেছে ফলের চেয়েও বেশি পলিফেনল আছে কমলালেবুর খোসায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।