Homeশরীরস্বাস্থ্যস্থুলতায় সন্তানধারণে কী প্রভাব পড়ছে, কী তথ্য উঠে এল গবেষণায়

স্থুলতায় সন্তানধারণে কী প্রভাব পড়ছে, কী তথ্য উঠে এল গবেষণায়

প্রকাশিত

সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, স্থুলতা বা অতিরিক্ত ওজনের কারণে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ শুক্রাণুর নিঃসরণে প্রভাব ফেলে। গবেষকরা দেখেন, হাইপোথ্যালামাসের অদলবদলে টেস্টোস্টেরন হরমোন আর শুক্রাণুর নিঃসরণে বদল ঘটে।

আমেরিকার ক্যালিফোর্নিয়া রিভারসাইড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইঁদুরের ওপর গবেষণা চালান। ইঁদুরদের হাই ফ্যাটযুক্ত খাবার খাওয়ানো হয়। মস্তিষ্কের কার্যকারিতায় বদল ঘটে। ইঁদুরদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ কমে গেছে। শুক্রাণুর পরিমাণ কমেছে। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘জার্নাল অফ নিউরোসায়েন্স’-এ (Journal of Neuroscience)।

প্রধান গবেষক জুর্জিকা কস জানান, সন্তানধারণ করাকে নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ আর পিটুইটারি গ্ল্যান্ড জননেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস যেমন খাওয়াদাওয়া, গর্ভধারণকে নিয়ন্ত্রণ করে তেমনই পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন আর শুক্রাণু এবং মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন আর ডিম্বাণুর নিঃসরণকে নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডকে সংকেত পাঠায় টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেন হরমোনের নিঃসরণে। ওজন বেশি ইঁদুরদের ক্ষেত্রে দেখা গেছে এই কমিউনিকেশন বাধাপ্রাপ্ত হয়েছে। হাইপোথ্যালামাসের নিউরন ঠিকমতো কাজ না করায় টেস্টোস্টেরন হরমোন আর শুক্রাণুর নিঃসরণ কমেছে।

পুরুষদের পাশাপাশি মহিলাদেরও ওজন বেশি থাকলে গর্ভপাতের আশঙ্কা থাকে বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে। মাসিক ক্রিয়াচক্রে সমস্যা হয়, কমে ডিম্বাণু নিঃসরণের মাত্রা। কমে গর্ভধারণের ক্ষমতা। ওজন বেশি থাকলে গর্ভধারণের সময় মহিলাদের ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের সমস্যা দেখা যায় বলে গবেষণায় প্রমাণ মিলেছে। আইভিএফের মাধ্যমে গর্ভধারণের সাফল্যের হার কমে।

ল্যানসেটের সাম্প্রতিক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, গোটা বিশ্বে উল্লেখযোগ্য হারে বাড়ছে স্থুলতার সমস্যা। মোটা হচ্ছে পৃথিবী। ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে স্থুলতার হার চতুর্গুণ বেড়েছে। মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ আর পুরুষদের ক্ষেত্রে ৩ গুণ বেড়েছে আগের চেয়ে। ২০২২ সালে গোটা বিশ্বে ৮৭ কোটি ৯০ লাখ মানুষ স্থুলকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আর এনসিডি রিস্ক ফ্যাক্টর যৌথ ভাবে গবেষণা চালায়।

আমেরিকার ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে পরপর ৩ দিন নাইট শিফট ডিউটি করলেই ডায়াবেটিস, স্থুলতার মতো সমস্যা বাড়ে। কারণ, রাতে না ঘুমিয়ে জেগে কাজ করলে মস্তিষ্কের ভেতরে থাকা অভ্যন্তরীণ ঘড়ি বিঘ্নিত হয়। প্রভাব পড়ে রক্তের শর্করার মাত্রা ও এনার্জি মেটাবলিজমে।

আরও পড়ুন

আচমকা রাগ আপনার অজান্তে কী বিপদ ডেকে আনছে, কী বলছে গবেষণা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জু কমিটি

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জ়ু কমিটি

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।