Homeশরীরস্বাস্থ্যডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

প্রকাশিত

ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের শর্করার মাত্রা আচমকা বেড়ে যায়। টাইপ ওয়ান ডায়াবেটিস হল এক রকমের অটোইমিউন রোগ যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতাই উল্টে প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। আবার জটিল ও ভুল জীবনযাপন, জিনগত কারণ আর জটিল জৈবপ্রক্রিয়াই দায়ী টাইপ টু ডায়াবেটিসের জন্য। টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির শরীরে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না অথবা শরীরের কোষ ইনসুলিন রেজিজট্যান্ট হয়ে পড়ে। ফলে আচমকা রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়।

খাওয়ার পর রক্তে আচমকা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন ও অ্যামিলিন হরমোন। প্যানক্রিয়াসের একই কোষ থেকে রিলিজ হয় ইনসুলিন ও অ্যামিলিন হরমোন। কিন্তু ডায়াবেটিস হলে ইনসুলিনের বদলে বেশি পরিমাণে নিঃসরণ হয় অ্যামিলিন হরমোন। অ্যামিলিন হরমোন কোষের পক্ষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আগের গবেষণায় দেখা গিয়েছিল ক্লাম্প কোষের বাইরের স্তরে ক্ষতি করে। পুষ্টি পৌঁছতে পারে না। শেষমেষ কোষের মৃত্যু ঘটে।

আইআইটি বোম্বের বায়োসায়েন্স ও বায়োইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শমিক সেনের নেতৃত্বে একদল গবেষক গবেষণা চালান। অধ্যাপক শমিক সেন জানান, প্রতিটি টিস্যু কোষ, অ্যাসেলুলার উপাদান, একস্ট্রাসেলুলার ম্যাট্রিক্স দিয়ে তৈরি। কোষকে ধরে রাখে একস্ট্রাসেলুলার ম্যাট্রিক্স। অঙ্গর গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়াবেটিস রোগীদের প্যানক্রিয়াসের টিস্যুতে ত্বক ও হাড়ের টিস্যুতে প্রচুর পরিমাণে যে কোলাজেন প্রোটিন থাকে তার পরিমাণ আরও বেশি বেড়ে যায়। যা অ্যামিলিন হরমোনের নিঃসরণ বাড়ায়। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায় না।

এই গবেষণা চালান আইআইটি বোম্বে ও কানপুর আর কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের গবেষকরা। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটির জার্নালে।

আরও পড়ুন: ওজন কমাতে লেমনগ্রাস টি? এই ৪ ধরনের মানুষ খেলে বিপদ!

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

আরও পড়ুন

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে ভেজানো জল খাবেন কেন? জানুন আশ্চর্য উপকারিতা

জিরে ভেজানো জল শুধু হজম নয়, ওজন নিয়ন্ত্রণ, ঘুমের সমস্যা ও অ্যাসিডিটিও দূর করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে জল খাওয়ার উপকারিতা জেনে নিন বিস্তারিতভাবে।

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।