Homeশরীরস্বাস্থ্যরাতে দেরিতে ঘুমোতে যাচ্ছেন, কম ঘুমোচ্ছেন ভারতীয়রা, এর পরিণামে কী হতে পারে

রাতে দেরিতে ঘুমোতে যাচ্ছেন, কম ঘুমোচ্ছেন ভারতীয়রা, এর পরিণামে কী হতে পারে

প্রকাশিত

এ বছর বিশ্ব ঘুম দিবস পালিত হল ১৪ মার্চ। বেশ সাড়ম্বরেই পালিত হল দিনটি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সবই আসলে খাতায়কলমে পালন করার ঢক্কানিনাদ। আসলে, রাতে অনেক দেরিতে ঘুমোতে যাচ্ছেন ভারতীয়রা। অধিকাংশ প্রাপ্তবয়স্ক ভারতীয় রাতে কম ঘুমোচ্ছেন। Wakefit’s Great Indian Sleep Scorecard 2025 শীর্ষক সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

২০২৪ সালের মার্চ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গোটা দেশে সাড়ে ৪ হাজার বিভিন্ন বয়সের মানুষের ওপর গবেষণা চালানো হয়। তাতেই দেখা গেছে, নানান রকম কারণে কম ঘুমোচ্ছেন ভারতীয়রা। তার প্রভাব শরীর ও মনের ওপর পড়ছে।

সমীক্ষায় দেখা গেছে, ৫৫% ভারতীয় মাঝরাতে ঘুমোতে যান। এই প্রবণতা ক্রমশ বাড়ছে। ২০২২ সালে মাঝরাতে ঘুমোতে যাওয়ার সংখ্যা ছিল ৪৬%। ২০২৩ সালে সেটাই বেড়ে হয় ৫২%। সাধারণত ৬-৭ ঘণ্টা ঘুমোনোর কথা বলা হলেও অন্তত ৪০% ভারতীয় দিনে ৬ ঘণ্টার কম ঘুমোচ্ছেন।

কেন এত কম ঘুমোচ্ছেন ভারতীয়রা?

সমীক্ষায় দেখা গেছে, রাতে ঘুমোনোর আগে ৬৫% ভারতীয় ফোন ঘাঁটাঘাঁটি করেন। স্ক্রিনের চড়া নীল আলোয় মেলাটোনিন হরমোনের নিঃসরণে ব্যাঘাত ঘটে। ফলে ঘুমোতে অসুবিধা হয়। ৪৫% ভারতীয় জানান, কাজের চাপ, দীর্ঘ সময় ধরে একটানা অফিসে কাজ, আবার বাড়ি ফিরেও কাজ করতে বাধ্য হওয়ার কারণে রাতে ঠিকমতো ঘুম হয় না। ৪২% ভারতীয় জানান, রাতে টিভিতে হওয়া অনুষ্ঠান, মোবাইলে দেখা ওটিটি, ভিডিও গেম খেলার কারণে ঘুমে বিঘ্ন ঘটে। বেশির ভাগ ভারতীয় জানান, সপ্তাহে ঘুম কম হলেও ছুটির দিন তারা ঘুমিয়ে কাটিয়ে সেটা পুষিয়ে দেন। তবে অনিয়মিত ঘুমের প্যাটার্নের কারণে দীর্ঘ মেয়াদে ঘুমের ব্যাঘাত ঘটে।

রাত ১০টাকে ঘুমের আদর্শ সময় ধরা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, ৭২.৮% কলকাতাবাসী, ৫৫% চেন্নাইবাসী ও ৫৫% হায়দরাবাদবাসী রাত ১১টার পর ঘুমোতে যান। দেশের ৫৮% মানুষ রাত ১১টার পর ঘুমোতে যান। ৪৪% মানুষ পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে সকালে ঘুম থেকে উঠেও ক্লান্তি অনুভব করেন। ৩৫% মানুষের রাতে বারবার ঘুম ভেঙে যায় ভবিষ্যতের কথা চিন্তা করে। ৪২% পুরুষ ও ৫০% মহিলা সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত অনুভব করেন। রাতে বারবার ঘুম ভেঙে যায় ১৩% মহিলার ও ৯% পুরুষের।

রাতে পর্যাপ্ত ঘুম না হলে স্থুলতার সমস্যা দেখা যায়। ওজন নিয়ন্ত্রণে না থাকলে ডায়াবেটিস, স্ট্রোক, হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। মনমেজাজ ভালো থাকে না। মানসিক উদ্বেগ ও অবসাদ দেখা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

ওলা-উবেরকে টক্কর দিতে আসছে সরকারের ‘ভারত ট্যাক্সি’! দেশের প্রথম সমবায় ভিত্তিক ক্যাব পরিষেবা

ওলা ও উবেরের আধিপত্যে এবার চ্যালেঞ্জ সরকারের নতুন উদ্যোগ ‘ভারত ট্যাক্সি’। চালকরা পাবেন পূর্ণ আয়ের মালিকানা, আর যাত্রীরা পাবেন সরকার-পর্যবেক্ষিত নিরাপদ ও স্বচ্ছ ট্যাক্সি পরিষেবা।

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার...

আরও পড়ুন

রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে ভেজানো জল খাবেন কেন? জানুন আশ্চর্য উপকারিতা

জিরে ভেজানো জল শুধু হজম নয়, ওজন নিয়ন্ত্রণ, ঘুমের সমস্যা ও অ্যাসিডিটিও দূর করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে জল খাওয়ার উপকারিতা জেনে নিন বিস্তারিতভাবে।

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।