কথায় বলে, ‘দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না’, অনেকেই দাঁতের যত্ন ঠিকমতো নেন না। কিন্তু সম্প্রতি নয়াদিল্লির এইমস হাসপাতালের গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, ওরাল হেলথকেয়ার বা নিয়মিত ঠিকমতো দাঁতের যত্ন নিলে ক্যানসারের মতো মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।
সারা জীবন ভালো করে দাঁত ও মাড়ির যত্ন নেওয়ার ওপর জোর দিয়েছেন গবেষকরা। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘ল্যানসেট রিজিওনাল হেলথ-সাউথইস্ট এশিয়া’ নামক জার্নালে। গবেষণায় দেখা গেছে, দাঁতের স্বাস্থ্যর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে হেড অ্যান্ড নেক বা মাথার ও কাঁধের ক্যানসারের।
আবার গাম ডিজিজ বা মাড়ির রোগ পেরিওডন্টাল ডিজিজের সঙ্গে পাকস্থলী, ব্রেস্ট, প্রস্টেট, প্যানক্রিয়াস, ওরোফারিনক্স, ফুসফুস ও ইউটেরাসের ক্যানসারের সম্পর্ক রয়েছে। গবেষণায় স্পষ্ট বলা হয়েছে, মুখগহ্বরে Porphyromonas gingivalis ও Prevotella intermedia নামক প্যাথোজেনিক ওরাল ব্যাক্টেরিয়া থাকলে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
বিশেষ করে মাথা ও ঘাড়ে, কাঁধে রেডিওথেরাপি করার পর মুখগহ্বরে থাকা ভালো ব্যাক্টেটিয়া ধ্বংস হয়ে যায় আর ক্ষতিকারক ব্যাক্টেরিয়ার জন্ম হয় তাই রেডিওথেরাপি করার আগে ও পরে ওরাল হাইজিন ঠিকমতো বজায় রাখা জরুরি।
আরও পড়ুন: শুধু রসনা তৃপ্তি নয়, জানুন পোস্তর অসাধারণ ২০টি উপকারিতা!