বাথরুম বা শৌচাগার ছাড়া আমরা অচল। বাথরুম বা শৌচাগার হল আমাদের নিত্য ব্যবহার্য জায়গায়। বাথরুমে আমরা সাধারণত রাখি টুথব্রাশ। অনেকেই ব্যবহার করি শাওয়ার। এহেন বাথরুমের এই ২টি নিত্য ব্যবহার্য জিনিস শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লাগলেও সেখানেই লুকিয়ে আছে নানা রকম ভাইরাস। প্রায় ৬০০’র বেশি ভাইরাস লুকিয়ে থাকে টুথব্রাশ ও শাওয়ার হেডে।
সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের বাড়ছে এডিএইচডি, কী এই রোগ, নিয়ন্ত্রণে আনবেন কী ভাবে?
আমেরিকার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষকরা গবেষণা চালান। তাঁরা টুথব্রাশ ও শাওয়ার হেডে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ৬০০ রকমের বেশি ভাইরাসের খোঁজ পেয়েছেন। প্রতিটি নমুনায় আলাদা আলাদা ভাইরাসের খোঁজ মিলেছে। তবে আশার কথা একটাই, ভাইরাসদের প্রাথমিক লক্ষ্য মানুষ নয় ব্যাক্টেরিয়া। এসব ভাইরাসকে বলা হয় মাইকোব্যাক্টেরিয়াফাজ।
এসব ভাইরাসের লক্ষ্য হল মৃগী, টিবি, ফুসফুসের সংক্রমণকারী ব্যাক্টেরিয়াকে ধ্বংস করা। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন সব রকমের ভাইরাস সম্পর্কে তাঁদের খুবই স্বল্প জ্ঞান। এমন অনেক ভাইরাসের খোঁজ পেয়েছেন যা তাঁরা এই প্রথম বার দেখলেন।