Home খবর কলকাতা সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা স্বাভাবিকের পথে

সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা স্বাভাবিকের পথে

0

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে গত কয়েক দিন ধরে চলা ধরনা, কর্মবিরতি এবং অনশনে পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। এই আন্দোলনের জেরে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা আংশিকভাবে ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ। তবে, সোমবার জুনিয়র ডাক্তাররা অনশন প্রত্যাহার করার পর সরকারি হাসপাতালের পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

Photo Format CFT 43

হাসপাতালের চিকিৎসক ও অন্য কর্মীরা বেশ কয়েক দিন ধরে এই ঘটনা নিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন, চিকিৎসা পরিষেবা পেতে অসুবিধার সম্মুখীন হওয়ার অভিযোগ করছিলেন একাংশের রোগী ও তাঁদের পরিবারের লোকজন।

তবে সোমবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনের প্রধান দাবি এবং বিষয়গুলির ওপর আলোচনার পর, জুনিয়র ডাক্তাররা তাঁদের অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। এর ফলে আবার হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে বলে মনে করছেন অনেকেই।

যদিও কলকাতা তথা রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসক সংগঠনের তরফে বরাবরই দাবি করা হয়েছে, আন্দোলন চললেও চিকিৎসা পরিষেবায় তেমন কোনো প্রভাব পড়েনি।

ছবি: রাজীব বসু

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version