Homeশরীরস্বাস্থ্যএশিয়ায় প্রথম, সদ্যোজাতদের জন্য পিজি হাসপাতালে বসছে ক্যাথল্যাব

এশিয়ায় প্রথম, সদ্যোজাতদের জন্য পিজি হাসপাতালে বসছে ক্যাথল্যাব

প্রকাশিত

সাধারণ মানুষের দোরগোড়ায় এবার আরও উন্নত হার্ট চিকিৎসা সদ্যোজাতদের জন্য। প্রতি ১০ জন এক বছরের কমবয়সি শিশুর মধ্যে অন্তত ১ জনের মৃত্যুর কারণ জন্মগত হৃদরোগ। এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলায় পিজি হাসপাতালে বসতে চলেছে এশিয়ার প্রথম সদ্যোজাতদের জন্য নির্দিষ্ট ক্যাথল্যাব।

প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক এই যন্ত্র বসানো হবে সদ্যোজাতদের জন্য তৈরি হওয়া পিজি-র নবনির্মিত পেরিনেটোলজি বিভাগের অষ্টম তলায়। হাসপাতালের গাইনি বিভাগের উল্টোদিকে তৈরি হচ্ছে এই নয়তলা ভবন। এখানেই হবে অপারেশন থিয়েটার ও ক্যাথল্যাব— পাশাপাশি।

পিজি-র পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডাঃ লোপামুদ্রা মিশ্র জানিয়েছেন, সদ্যোজাতদের হার্টের সমস্যায় সময় অত্যন্ত মূল্যবান। সাধারণত সদ্যোজাতদের মূল কার্ডিওলজি বিভাগে বড়দের জন্য থাকা ক্যাথল্যাবে নিয়ে যাওয়ার সময়ই ঘটে বিপত্তি। ইনকিউবেটরেই ব্রেন হেমারেজ, কোমা, এমনকি হৃদরোগজনিত মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই একই ছাদের তলায় ক্যাথল্যাব এবং অপারেশন থিয়েটার থাকলে বহু জীবন বাঁচানো সম্ভব।

চিকিৎসকদের মতে, সদ্যোজাতদের মধ্যে ডি-ট্রান্সপোজিশন অব গ্রেট আর্টারিস, কোয়ার্কটেশন অব অ্যাওর্টা, পালমোনারি অ্যাট্রেসিয়া, ভালভের সমস্যা, হার্টে ফুটো, কিংবা রক্ত সরবরাহের ত্রুটি— এ সবই প্রাণসঙ্কট ডেকে আনে। অনেক সময় জরুরি অপারেশন ও দ্রুত ক্যাথল্যাব প্রসিডিওরের দু’টোই প্রয়োজন পড়ে। এক ছাদের তলায় সেই ব্যবস্থাই গড়ে তোলা হচ্ছে।

সদ্যোজাতদের চিকিৎসায় কেন্দ্রীয় সরকারের প্রাক্তন উপদেষ্টা ডাঃ অরুণ সিং একে বলছেন “অসাধারণ উদ্যোগ”। তিনি জানান, “এশিয়ায় এর আগে শুধুমাত্র সদ্যোজাতদের জন্য ক্যাথল্যাব কোথাও নেই। প্রয়োজন হলে সবরকম সহযোগিতার আশ্বাস দিচ্ছি।”

কেরলে সদ্যোজাতদের হৃদরোগে মৃত্যুর হার কমাতে ‘হৃদয়ম’ প্রকল্পের সাফল্য চিকিৎসকদের উৎসাহ জুগিয়েছে। মাত্র তিন বছরে তারা মৃত্যুহার ১১ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে এনেছে। আশা, পিজিতে এই যন্ত্র চালু হলে পশ্চিমবঙ্গেও একই সাফল্য মিলবে।

এই ক্যাথল্যাব চালু হলে রাজ্যের হাজার হাজার শিশুর জীবনে ফিরতে পারে নতুন আশার আলো। চিকিৎসকরা মনে করছেন, এটি শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের সদ্যোজাত চিকিৎসায় এক যুগান্তকারী পদক্ষেপ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।