Homeশরীরস্বাস্থ্যউদ্ভিদজাত দুধে বাড়ছে ক্যানসারের ঝুঁকি? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

উদ্ভিদজাত দুধে বাড়ছে ক্যানসারের ঝুঁকি? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত

অনেকেই আজকাল প্রাণীজ দুধ বা দুগ্ধজাত খাবারের বদলে বিকল্প উদ্ভিদজাত দুধ বা দুগ্ধজাত খাবার খান। গোরু, ছাগল বা মোষের দুধের বদলে স্বাস্থ্যকর বিকল্প হিসাবে ওটস, আমন্ড বা সয়া মিল্ক খান। সে সব বিকল্প উদ্ভিদজাত দুধ খাওয়া হয় সরাসরি দোকান, বাজার বা সুপারমার্কেট থেকে কিনে। কিন্তু সাম্প্রতিক গবেষণা রিপোর্টে বলা হয়েছে এসব উদ্ভিদজাত দুধ বা দুগ্ধজাত খাবার নিয়মিত খাওয়ার ফলে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে শরীরে। এমনকি কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও রয়েছে বলে দাবি করা হয়েছে সাম্প্রতিক গবেষণা রিপোর্টে।

গবাদি পশুর ওপর অত্যাচার করা থেকে বিরত থাকতেই অনেকে আজকাল ভেগান জীবনশৈলীর দিকে ঝুঁকেছেন। অনেকে আবার স্বাস্থ্যর কারণে প্রাণীজ দুধ এড়িয়ে চলতে চান। এসব কারণে বিকল্প আমন্ড মিল্ক, সয়া মিল্ক, ওটস মিল্ক, টোফু প্রভৃতি উদ্ভিদজাত দুধ বা দুগ্ধজাত খাবার খান অনেকে। ২০২৩ নিউট্রিশন শীর্ষক আমেরিকান সোসাইটি ফর নিউট্রিশনের বার্ষিক বৈঠকে প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, এক তৃতীয়াংশ উদ্ভিদজাত দুধে স্ট্রবেরি বা চকোলেট মিল্কের চেয়েও বেশি শর্করা রয়েছে। এছাড়াও এসব বিকল্প উদ্ভিদজাত দুধের টেক্সচার উন্নত করতে কার্বোক্সিমিথাইলসেলুলোজ, জেলাটিন, ওয়ে প্রোটিন, জ্যান্থাম গামের মতো অ্যাডিটিভ ও ইমালসিফায়ার যোগ করা হয়। এসব কৃত্রিম পদার্থর কারণে অন্ত্রে থাকা ভালো ব্যাক্টেরিয়া কার্যকারিতা হারিয়ে ফেলে। ধীরে ধীরে ফুলতে শুরু করে অন্ত্র। কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়তে শুরু করে। কোলনের লাইনিংয়ে যে রক্ষাকারী কোষের রক্ষাকবচ থাকে তা নষ্ট হয়ে যায় ফোলার কারণে। শুরু হয় ক্যানসার সৃষ্টিকারী কোষের বৃদ্ধি।

মিয়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষক মারিয়া আব্রেউ জানান, প্রসেস করা খাবারে যে ইমালসিফায়ার, কৃত্রিম উৎসেচক ব্যবহার করা হয় তা অন্ত্রে থাকা ভালো ব্যাক্টেরিয়ার কার্যকারিতায় বদল আনে ভীষণভাবে। আল্ট্রা প্রসেস করা খাবারের স্বাদ বাড়াতে যে অ্যাডিটিভ, ইমালসিফায়ার ব্যবহার করা হয় তা কমবয়সিদের মধ্যে কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। তাৎপর্যপূর্ণ ভাবে ৫৫ বছরের নীচে বয়স কোলন ক্যানসারে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ১৯৯৫ সালে ছিল ১১%। ২০১৯ সালে ৫৫ বছরের নীচে বয়স এমন কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েছে ২০%। এনআইএইচের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজের গবেষকদের করা গবেষণা রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে ক্যানসার রিসার্চ নামক ক্যানসার সংক্রান্ত বৈজ্ঞানিক জার্নালে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।