Homeশরীরস্বাস্থ্যঅষ্টমী বাদে খোলা সরকারি হাসপাতালের আউটডোর, পুজোয় বিশেষ পরিষেবা দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি

অষ্টমী বাদে খোলা সরকারি হাসপাতালের আউটডোর, পুজোয় বিশেষ পরিষেবা দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি

প্রকাশিত

দুর্গাপুজোর আনন্দে যাতে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই ব্যবস্থা করেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। অষ্টমী ছাড়া বাকি সব দিনেই খোলা থাকবে সরকারি হাসপাতালগুলির আউটডোর। তবে এ বছর ষষ্ঠী পড়েছে রবিবারে, তাই অন্যান্য রবিবারের মতো এ দিন আউটডোর পরিষেবা বন্ধ থাকবে। পুজোর ছুটিতে কর্মীসংখ্যার ঘাটতি এড়াতে হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে বিশেষ রোস্টার তৈরি করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুমও খোলা থাকবে সব দিন।

বেসরকারি হাসপাতালগুলিও পুজোর দিনগুলিতে বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে।

  • অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, ইমার্জেন্সি, আউটডোর ও ল্যাব পরিষেবা খোলা থাকবে। জরুরি প্রয়োজনে ফোন করা যাবে ১০৬৬ নম্বরে। সপ্তমী পর্যন্ত খোলা থাকবে হেলথ চেক আপ পরিষেবা, যা ফের শুরু হবে ৩ অক্টোবর। কল সেন্টারের নম্বর: ০৩৩৪৪২০২১২২
  • মনিপাল হাসপাতাল গোষ্ঠী জানিয়েছে, পুজোর সময়ে ২৪ ঘণ্টা অনলাইনে টেলি কনসালটেশন পাওয়া যাবে। জরুরি প্রয়োজনে ফোন করা যাবে ০৩৩-২২২২১১১১ এবং ৭০২২০২৩২৮৬ নম্বরে।
  • নারায়ণা হেলথ হাসপাতাল জানিয়েছে, সপ্তমী থেকে দশমী আউটডোর বন্ধ থাকবে, তবে ইমার্জেন্সি, রক্ত পরীক্ষা, অপারেশন পরিষেবা চালু থাকবে। জরুরি প্রয়োজনে বা অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা যাবে ১৮০০৩০৯০৩০৯ নম্বরে।
  • রুবি হাসপাতাল জানিয়েছে, ইমার্জেন্সির জন্য ৯৭৪৮৯৩২১০০, ভর্তি ও অ্যাম্বুলেন্সের জন্য ৯৮০১১৭৯১৭৫, আউটডোরের জন্য ৮৩৩৬৯৯০৪৫১/০৩৩৬৬০১১৮০০, রোগ পরীক্ষার জন্য ৮০১৭০৬৬৬৮৫, হেলথ চেক আপের জন্য ৯০৭৩৩৬৪৭৫৩, ব্লাড ব্যাঙ্কের জন্য ৯০৭৩৯৯৯৭২১ নম্বরে যোগাযোগ করা যাবে।
  • বি পি পোদ্দার হাসপাতাল জানিয়েছে, ইমার্জেন্সি ও ওপিডি পরিষেবা পুজোর দিনগুলিতেও খোলা থাকবে। আশঙ্কাজনক রোগীদের সুবিধার জন্য হাসপাতালের ৫ কিমির মধ্যে বিভিন্ন জায়গায় থাকবে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স। সব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও কনসালটেন্টরা ‘অন কল’-এও থাকবেন। হোম কেয়ার সার্ভিসও চালু থাকবে।

পুজোর সময়ে স্বাস্থ্যকর্মীদের ছুটি ঘুরিয়ে-ফিরিয়ে দেওয়া হলেও পরিষেবায় যাতে কোনও ঘাটতি না হয়, তার জন্য হাসপাতালগুলি সতর্ক ব্যবস্থা নিয়েছে।

আরও পড়ুন: মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুধু স্বাদ নয়, স্বাস্থ্যেও চ্যাম্পিয়ন বেবিকর্ন! জানুন এই কচি মকাইয়ের ৬টি গুণ

শীতকাল মানেই বেবিকর্নের মৌসুম! স্বাদে যেমন অনন্য, তেমনি উপকারিতাতেও ভরপুর। ওজন কমানো, হজমশক্তি বাড়ানো থেকে হার্ট ও চোখের যত্ন— বেবিকর্নে আছে বহু গুণ। জানুন বিস্তারিত উপকারিতা।

নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? প্রশ্ন সিদ্ধারামাইয়ার, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

দিল্লি বিস্ফোরণ ও বিহার ভোটের মাঝেই প্রশ্ন তুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া— নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? বিজেপির অভিযোগ, জাতীয় নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

বিহার এক্সিট পোল: এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণীর ভিড়ে ব্যতিক্রম একটি, মহাগঠবন্ধনের জয় দেখছে তারা

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ১১ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে একাধিক...

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র! পরিবারের সিদ্ধান্তে চিকিৎসা চলবে বাড়িতেই

দীর্ঘ চিকিৎসার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে স্থিতিশীল, চিকিৎসা চলবে বাড়িতেই। মিথ্যা মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ঈশা দেওল।

আরও পড়ুন

শুধু স্বাদ নয়, স্বাস্থ্যেও চ্যাম্পিয়ন বেবিকর্ন! জানুন এই কচি মকাইয়ের ৬টি গুণ

শীতকাল মানেই বেবিকর্নের মৌসুম! স্বাদে যেমন অনন্য, তেমনি উপকারিতাতেও ভরপুর। ওজন কমানো, হজমশক্তি বাড়ানো থেকে হার্ট ও চোখের যত্ন— বেবিকর্নে আছে বহু গুণ। জানুন বিস্তারিত উপকারিতা।

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

ডার্ক চকোলেট ও আঙুর খেলে বাড়ে স্মৃতিশক্তি! কমে মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা

নিয়মিত ডার্ক চকোলেট ও বেরি খেলে স্মৃতিশক্তি বাড়ে, কমে মানসিক উদ্বেগ—জানালেন জাপানের Shibaura Institute of Technology-এর গবেষকরা। প্রকাশিত হয়েছে Current Research in Food Science জার্নালে।