Homeশরীরস্বাস্থ্যনিঃশ্বাসের মাধ্যমে বোঝা যাবে হাঁপানি, কিডনির অসুখ, নয়া স্মার্ট মাস্ক আবিষ্কার বিজ্ঞানীদের

নিঃশ্বাসের মাধ্যমে বোঝা যাবে হাঁপানি, কিডনির অসুখ, নয়া স্মার্ট মাস্ক আবিষ্কার বিজ্ঞানীদের

প্রকাশিত

এক অভিনব স্মার্ট মাস্ক আবিষ্কার করেছেন ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল বিজ্ঞানী। তাঁরা কাটিং এজ পেপার মাস্ক তৈরি করেছেন। মাস্কে থাকা রাসায়নিকের সাহায্যে রিয়েল টাইম মনিটরিং করা যাবে নিঃশ্বাসের। আর সেই নিঃশ্বাসের মাধ্যমেই শরীরে হাঁপানি, ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ, কিডনির অসুখের মতো রোগের অস্তিত্ব বোঝা যাবে।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির মেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ওয়াই গাও জানান, হাঁপানি, শ্বাসকষ্টের সমস্যায় নিয়মিত নিঃশ্বাসের দিকে নজর রাখা জরুরি। কিন্তু এটা করার জন্য রোগীর ক্লিনিকে যাওয়া জরুরি। নমুনা সংগ্রহের পর ল্যাবরেটরিতে পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করতে হয়।

ওয়াই গাও আর তাঁর দল এমন একটা টুল তৈরি করেছেন যার মাধ্যমে রিমোট পার্সোনালাইজড স্বাস্থ্যের দিকে নজর রাখা সম্ভব। এই পদ্ধতিতে বাড়িতে বা অফিসে বসেই নিজের সময় অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব। স্মার্ট মাস্কের প্রোটোটাইপের নাম ‘ইবিকেয়ার’ (EBCare)। অত্যন্ত কম দাম এই বিশেষ রকমের মাস্কের।

কেমিক্যাল অ্যানালিসিসের জন্য বিজ্ঞানীরা মাস্কের ভেতরে থাকা নিঃশ্বাসকে লিকুইড স্টেটে পরিণত করেন। মাস্কের ভেতরে প্যাসিভ কুলিং সিস্টেম তৈরি করেছেন বিজ্ঞানীরা। তাঁরা হাইড্রোজেল এভাপরেটিভ কুলিং অ্যান্ড রেডিয়েটিভ কুলিং সিস্টেম তৈরি করেছেন। তারবিহীন পদ্ধতিতে মাস্কের ভেতরে হওয়া অ্যানালিসিসের তথ্য ফোন, ট্যাবলেট, কম্পিউটারে পৌঁছে যায়। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে সায়েন্স (Science) জার্নালে।

আরও পড়ুন

মাত্র ৪৫ মিনিটের ডিএনএ পরীক্ষাই চিহ্নিত করবে যৌননির্যাতন হয়েছে কিনা, নয়া ফরেনসিক প্রযুক্তির উদ্ভাবন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রুশ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ ট্রাম্পের

খবর অনলাইন ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে ‘গুরুত্বপূর্ণ শান্তিপ্রক্রিয়ায় রাশিয়ার অংশগ্রহণে অনিচ্ছা’ দেখানোর অভিযোগে...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

ASEAN শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না নরেন্দ্র মোদী, যোগ দেবেন ভার্চুয়ালি, ট্রাম্পকে এড়াতেই এমন সিদ্ধান্ত! বলছে কংগ্রেস

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন না, বরং দীপাবলির কারণে ভার্চুয়ালি যোগ দেবেন। এ নিয়ে কংগ্রেসের কটাক্ষও এসেছে।

এইচ-১বি ভিসার ১ লক্ষ ডলারের ফি থেকে ছাড়, ভারতীয়দের বড়ো স্বস্তি

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার জন্য আবেদন করার সময় ১ লক্ষ ডলার ফি দেওয়ার...

আরও পড়ুন

রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে ভেজানো জল খাবেন কেন? জানুন আশ্চর্য উপকারিতা

জিরে ভেজানো জল শুধু হজম নয়, ওজন নিয়ন্ত্রণ, ঘুমের সমস্যা ও অ্যাসিডিটিও দূর করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে জল খাওয়ার উপকারিতা জেনে নিন বিস্তারিতভাবে।

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।