Homeশরীরস্বাস্থ্যরাতে বেশিক্ষণ উজ্জ্বল আলোর মধ্যে থাকা বাড়িয়ে তোলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা

রাতে বেশিক্ষণ উজ্জ্বল আলোর মধ্যে থাকা বাড়িয়ে তোলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা

প্রকাশিত

মৌ বসু

টাইপ টু ডায়াবেটিস হল এক লাইফস্টাইল ডিজিজ। সাম্প্রতিক একটি গবেষণা রিপোর্টে বলা হয়েছে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমাতে হলে রাতে উজ্জ্বল আলোর মধ্যে থাকা কমাতে হবে। গবেষকরা দেখিয়েছেন, রাত সাড়ে ১২টা থেকে সকাল ৬টার মধ্যে উজ্জ্বল আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। কারণ, উজ্জ্বল আলোয় ঘুমের দফারফা হয়। স্বাস্থ্যকরভাবে ইনসুলিন সেনসেটিভিটি বজায় রাখতে ও রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সঠিক ঘুমের খুব প্রয়োজন।

অস্ট্রেলিয়ার অ্যাডেলেডের ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের (Flinders University) সহযোগী অধ্যাপক ও সিনিয়র রিসার্চার অ্যান্ড্রু ফিলিপস জানান, রাতে বেশিক্ষণ উজ্জ্বল আলোর মধ্যে থাকলে আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা circadian rhythm বদলে যায়। বদল ঘটে ইনসুলিন নিঃসরণ ও গ্লুকোজ বিপাকক্রিয়াতেও। নিয়ন্ত্রণে থাকে না রক্তের শর্করার মাত্রা। ফলে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।

ডায়াবেটিস হয়নি এমন ৮৫ হাজার সুস্থ মানুষের ওপর গবেষণা চালানো হয়। এক সপ্তাহ ধরে প্রত্যেকের কবজিতে বাঁধা ছিল বিশেষ লাইট সেন্সরযুক্ত যন্ত্র। দিনে ও রাতে উজ্জ্বল আলোর সংস্পর্শে আসা পরিমাপ করা হয়। ১ কোটি ৩০ লাখ তথ্য সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হয় ৯ বছর ধরে। গবেষণায় দেখা যায়, রাতে বেশিক্ষণ উজ্জ্বল আলোর মধ্যে নয়, অন্ধকারে থাকলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দ্য ল্যান্সেট রিগিওন্যাল হেল্‌থ- ইউরোপ (The Lancet Regional Health-Europe) নামক জার্নালে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয়ের (Monash University) একদল গবেষক তাঁদের করা পরীক্ষার মাধ্যমে দাবি করেছেন, রাতে ঘুমোতে যাওয়ার আগে বেশিক্ষণ ধরে স্মার্টফোন ঘাঁটাঘাঁটি করলে তার উজ্জ্বল আলোয় ঘুমের দফারফা হয়। ঘুম ও জেগে থাকার যে স্বাভাবিক চক্র শরীরে রয়েছে তাতে বিঘ্ন ঘটে। নানান রকম মেটাবলিক ডিজঅর্ডার হয়। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে।

স্মার্টফোনের পাশাপাশি টিভির উজ্জ্বল আলো এমনকি রিডিং ল্যাম্পের আলোতেও সমস্যা হয়। গবেষণায় দেখা গেছে, রাতে ঘুমোতে যাওয়ার আগে বেশিক্ষণ উজ্জ্বল আলোর মধ্যে থাকলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৬৭% বাড়ে।

আরও পড়ুন

বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ (WATER FASTING), জেনে নিন এর ভালো-মন্দ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মহানগরীতে কালীপুজো: আলোকচিত্রীর ক্যামেরায়  

খবরঅনলাইন ডেস্ক: পঞ্জিকামতে সোমবার দুপুর ২টো ৫৭ মিনিট গতে শুরু হয়েছে অমাবস্যা, চলবে মঙ্গলবার...

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।

কালীপুজো-দীপাবলিতে আকাশ থাকবে পরিষ্কার, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

কালীপুজো ও দীপাবলিতে রাজ্যের আকাশ থাকবে পরিষ্কার, নেই বৃষ্টির সম্ভাবনা। তবে সপ্তাহান্তে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ঢাকার শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুনে পুড়েছে প্রায় ২ হাজার কোটি টাকার পণ্য, পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল প্রায় ২ হাজার কোটি টাকার পণ্য। তৈরি পোশাকের স্যাম্পল, ওষুধের কাঁচামাল, কৃষিপণ্যসহ বহু রপ্তানিযোগ্য সামগ্রী ছাই হয়ে গেছে। অন্তত এক মাস রপ্তানি প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার আশঙ্কা, পথে বসেছেন বহু ব্যবসায়ী।

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।