Homeশরীরস্বাস্থ্যBMI নয়, বিপদের আসল মাপকাঠি 'বডি ফ্যাট’— পিজি-র গবেষণায় চাঞ্চল্যকর দাবি, স্বাভাবিক...

BMI নয়, বিপদের আসল মাপকাঠি ‘বডি ফ্যাট’— পিজি-র গবেষণায় চাঞ্চল্যকর দাবি, স্বাভাবিক ওজনেও অর্ধেক মহিলার পিসিওএস!

প্রকাশিত

শরীরে অতিরিক্ত মেদ বা স্থূলতা বোঝার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নির্ভর করা হচ্ছে BMI (Body Mass Index)-এর উপর। কিন্তু এই প্রচলিত মাপকাঠিই ভারতীয় মহিলাদের ক্ষেত্রে বিভ্রান্তিকর হতে পারে— এমনই ইঙ্গিত দিল রাজ্যের অন্যতম শীর্ষ স্বাস্থ্য প্রতিষ্ঠান IPGMER (SSKM হাসপাতাল)

প্রতিষ্ঠানটির এন্ডোক্রিনোলজি বিভাগ ১০৭ জন মহিলা মেডিকেল ছাত্রীর উপর গবেষণা চালিয়ে দেখেছে, প্রায় ৯০ শতাংশ অংশগ্রহণকারীর শরীরে উচ্চ মাত্রার বডি ফ্যাট রয়েছে। অথচ BMI অনুযায়ী মাত্র ৪০ শতাংশকে ‘ওভারওয়েট’ বা স্থূল হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। অর্থাৎ, বাহ্যিকভাবে ‘স্বাভাবিক’ ওজন হলেও ভেতরে ভেতরে জমছে বিপদের সঞ্চয়।

গবেষক দলের নেতৃত্বে থাকা প্রফেসর সুজয় ঘোষ বলেন, “আমাদের ফলাফল স্পষ্ট করে দিচ্ছে, বিপদ মাপার জন্য BMI যথেষ্ট নয়। বিশেষ করে তরুণীরা অনেক সময় স্থূল না হয়েও মেটাবলিক ঝুঁকিতে থাকেন। এমনকি চিকিৎসা পড়ুয়া ছাত্রীরাও আধুনিক শহুরে জীবনের বিপজ্জনক প্রভাবে রেহাই পাচ্ছেন না।”

পিসিওএসে (PCOS) চমকপ্রদ ফলাফল

অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ শতাংশ নিশ্চিতভাবে PCOS-এ আক্রান্ত এবং আরও ২৪ শতাংশের শরীরে রোগের প্রাথমিক লক্ষণ ধরা পড়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয়, আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশেরই BMI স্বাভাবিক ছিল।

“এখনও অনেকে মনে করেন PCOS মূলত মোটা বা স্থূল মহিলাদেরই হয়। কিন্তু আমাদের গবেষণা সেই ধারণাকে পুরোপুরি ভুল প্রমাণ করেছে। BMI নরমাল হলেও PCOS হওয়ার ঝুঁকি প্রবল। পাশাপাশি ইনফ্ল্যামেটরি মার্কারেও ভারসাম্যহীনতা ধরা পড়েছে,” জানান প্রফেসর ঘোষ।

মেটাবলিক ঝুঁকি ও ভবিষ্যতের সতর্কবার্তা

গবেষণায় দেখা গিয়েছে, অংশগ্রহণকারীদের ৫৮ শতাংশের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে— যা ভবিষ্যতে টাইপ ২ ডায়াবেটিসের অন্যতম পূর্বলক্ষণ। গবেষকরা জানিয়েছেন, ভারতের তরুণীদের মধ্যে মেটাবলিক ডিসফাংশনের প্রকৃত চিত্র এখনও অজানা, কিন্তু ঝুঁকি বহুগুণ বেশি।

গবেষণা দলের দাবি, এটাই দেশের প্রথম গবেষণা যেখানে DXA স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে তরুণীদের শরীরের চর্বি ও মেটাবলিক স্বাস্থ্যের পূর্ণাঙ্গ চিত্র খতিয়ে দেখা হয়েছে।

বিশেষজ্ঞদের মত:

  • BMI একা দিয়ে স্বাস্থ্যঝুঁকি বোঝা যাবে না।
  • শরীরে ফ্যাটের সঠিক পরিমাণ এবং বণ্টন নির্ণয়ে উন্নত পরীক্ষার প্রয়োজন।
  • তরুণ বয়স থেকেই PCOS ও মেটাবলিক সমস্যা প্রতিরোধে নীতি গ্রহণ করা জরুরি।

BMI কী?

BMI (Body Mass Index) হল উচ্চতা ও ওজনের অনুপাত দিয়ে তৈরি একটি মানদণ্ড। সাধারণভাবে—

  • BMI 18.5-এর নিচে: আন্ডারওয়েট
  • BMI 18.5 – 24.9: নরমাল ওজন
  • BMI 25 – 29.9: ওভারওয়েট
  • BMI 30 বা তার বেশি: স্থূল

PCOS কী?

PCOS (Polycystic Ovary Syndrome) মহিলাদের অন্যতম সাধারণ হরমোনজনিত সমস্যা।

  • ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হয়
  • মাসিক অনিয়মিত হয়ে যায়
  • ওজন বৃদ্ধি, চুল পড়া, ব্রণ ও হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি ইনসুলিন রেজিস্ট্যান্স ও ভবিষ্যতের হৃদরোগ এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়

আরও পড়ুন: ইউরিক অ্যাসিড কমাতে কোন বাদাম খাবেন? জানুন কাঠবাদাম–আমন্ডের গুণ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।