Homeশরীরস্বাস্থ্যচন্দননগরের বুকে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা, শুরু হল ‘সুস্থ চন্দননগর’ উদ্যোগ

চন্দননগরের বুকে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা, শুরু হল ‘সুস্থ চন্দননগর’ উদ্যোগ

প্রকাশিত

চন্দননগরের মানুষকে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য সচেতনতার নতুন দিশা দিতে এগিয়ে এল কলকাতার নামী একটি কিডনি চিকিৎসা সংস্থা। শনিবার, ১৬ আগস্ট ২০২৫, মানকুণ্ডুতে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন কলেজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘সুস্থ চন্দননগর’ উদ্যোগ।

এই বিশেষ প্রচারের মূল লক্ষ্য হলো প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা ও জনসচেতনতা বাড়ানো।  উদ্যোক্তাদের কথায়, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ডায়েট টিপস, স্বাস্থ্য বিষয়ক আলোচনার মাধ্যমে চন্দননগরের মানুষকে সুস্থতার পথে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।

উদ্যোগে থাকছে—

  • বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা: রক্তচাপ, রক্তে শর্করা, ওজন, বিএমআই ও অক্সিজেন স্যাচুরেশন মাপা।
  • স্বাস্থ্য বিষয়ক আলোচনা: ডায়াবেটিস, হাইপারটেনশন ও কিডনি রোগ প্রতিরোধে বিশেষজ্ঞদের পরামর্শ।
  • ডায়েট পরামর্শ: সার্টিফায়েড ডায়েটিশিয়ানদের কাছ থেকে ব্যবহারযোগ্য টিপস।
  • স্বাস্থ্যকর খাবার ও পানীয়: পুষ্টিকর রিফ্রেশমেন্ট বিতরণ।

চন্দননগর পুরসভার মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী-সহ বহু বিশিষ্ট অতিথি ও চিকিৎসক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই উদ্যোগের প্রধান পরামর্শদাতা হিসেবে রয়েছেন খ্যাতনামা নেফ্রোলজিস্ট ও কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ, ডঃ প্রতীম সেনগুপ্ত।

চিকিৎসক প্রতীম সেনগুপ্তের মতে, “নির্দিষ্ট অঙ্গ বা প্রত্যঙ্গে সমস্যা হলে শুধু তার চিকিৎসা করা নয় বরং সামগ্রিক ভাবে শরীর সুস্থতার দিকে নজর দেওয়াও আধুনিক চিকিৎসার অন্যতম আলোচিত বিষয়। সেই প্রদ্ধতিকে প্রয়োগ করাই লক্ষ্য আমাদের সংস্থার।’

এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে ‘মুক্তি’ নামে একটি কর্মসূচিও চালু করা হয়েছে। সেই কর্মসূচিতে যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। চিকিৎসক সেনগুপ্ত জানিয়েছেন, শারীরিক ও মানসিক ভাবে রোগীকে সুস্থ করে তোলাই ‘মুক্তি’র লক্ষ্য।

এই কর্মসূচিকে চন্দননগরবাসীদের কাছে ছড়িয়ে দিতে পাশে থাকবে চন্দননগর পূরসভা, অনুষ্ঠানে আশ্বাস দেন মেয়র রাম চক্রবর্তী।

আয়োজকদের দাবি, ‘সুস্থ চন্দননগর’ শুধু একটি প্রচার নয়, বরং এটি একটি আন্দোলন, যার মাধ্যমে শহরকে জনস্বাস্থ্য সচেতনতায় মডেল সিটি হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য। শহরে গাছ লাগানের কর্মসূচি নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি কিউবার ‘টু দ্য ওয়েস্ট ইন জাপ্টা’, গৌতম ঘোষকে আজীবন সম্মাননা

খবর অনলাইন ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) পর্দা নামল বৃহস্পতিবার। এবারের উৎসবে...

ইডেনে স্পিন আক্রমণে ভরসা ভারতের, একাদশ চূড়ান্ত হবে শুক্রবার উইকেট দেখার পর: শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে ভারতের চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে...

২০২৬ সালে আইসিএসই ও আইএসসি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ফেব্রুয়ারি থেকেই শুরু বোর্ড পরীক্ষা

২০২৬ সালের আইসিএসই ও আইএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করল CISCE। দশম শ্রেণির পরীক্ষা শুরু ১৭ ফেব্রুয়ারি এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি। কত দিন চলবে পরীক্ষা, কতজন পরীক্ষার্থী বসবে— জেনে নিন বিস্তারিত।

বিশ্বে সর্বাধিক যক্ষ্মা রোগী ভারতে, তবুও সংক্রমণ কমেছে ২১% — WHO-র গ্লোবাল টিবি রিপোর্টে মিশ্র চিত্র

WHO-র টিবি রিপোর্টে উঠে এসেছে, বিশ্বে সর্বাধিক যক্ষ্মা রোগী ভারতের। তবে গত ৯ বছরে টিবি সংক্রমণ কমেছে ২১%। চিকিৎসা কভারেজ, মৃত্যুহার হ্রাস এবং TB Mukt Bharat অভিযানেও অগ্রগতির ছবি উঠে এসেছে।

আরও পড়ুন

শুধু স্বাদ নয়, স্বাস্থ্যেও চ্যাম্পিয়ন বেবিকর্ন! জানুন এই কচি মকাইয়ের ৬টি গুণ

শীতকাল মানেই বেবিকর্নের মৌসুম! স্বাদে যেমন অনন্য, তেমনি উপকারিতাতেও ভরপুর। ওজন কমানো, হজমশক্তি বাড়ানো থেকে হার্ট ও চোখের যত্ন— বেবিকর্নে আছে বহু গুণ। জানুন বিস্তারিত উপকারিতা।

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

ডার্ক চকোলেট ও আঙুর খেলে বাড়ে স্মৃতিশক্তি! কমে মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা

নিয়মিত ডার্ক চকোলেট ও বেরি খেলে স্মৃতিশক্তি বাড়ে, কমে মানসিক উদ্বেগ—জানালেন জাপানের Shibaura Institute of Technology-এর গবেষকরা। প্রকাশিত হয়েছে Current Research in Food Science জার্নালে।