Homeশরীরস্বাস্থ্যআমেরিকায় বাড়ছে টেফলন ফ্লু, এই অসুখের কারণ আপনার ঘরেই লুকিয়ে নেই তো

আমেরিকায় বাড়ছে টেফলন ফ্লু, এই অসুখের কারণ আপনার ঘরেই লুকিয়ে নেই তো

প্রকাশিত

আমেরিকায় ক্রমশ বাড়ছে ‘টেফলন ফ্লু’ (Teflon flu) নামে এক অজানা অসুখ। এই অসুখের আরেক নাম পলিমার ফিউম ফিভার (polymer fume fever)। আমেরিকায় এর মধ্যেই ৩৬০০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।

আমরা বাড়িতে যে নন-স্টিক পাত্রে রান্না করি, তার যে রাসায়নিক কোটিং হিসাবে টেফলন নামক পদার্থ ব্যবহার করা হয়। সেই টেফলনের বিষক্রিয়ার কারণেই এই অসুখ হচ্ছে বলে পরীক্ষায় জানা গেছে। আমেরিকার পয়জন সেন্টারের তথ্য অনুযায়ী, গত বছর এই টেফলন ফ্লু অসুখে আক্রান্ত হয়েছিলেন ২৬৭ জন। এ বছর এর মধ্যেই আক্রান্তর সংখ্যা অনেক বেড়ে গেছে।

নন স্টিক পাত্রের টেফলন কোটিংয়ে ব্যবহার করা হয় পলিটেট্রাফ্লুোওরোয়েথিলিন (polytetrafluoroethylene) নামক পদার্থ যা ‘ফরএভার কেমিক্যাল’ নামেও পরিচিত। এই বিষাক্ত পদার্থ বহু বছর ধরে পরিবেশে থেকে দূষণ সৃষ্টি করে চলেছে। নন স্টিক পাত্র যদি ৫০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রায় গরম করা হয়, তা হলে কোটিং স্তর ভেঙে যায়। অক্সিডাইজড ফ্লুরিনেটেড বিষাক্ত পদার্থ বেরিয়ে আসে। এই পদার্থের কারণে হচ্ছে টেফলন ফ্লু অসুখ। গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার রসায়নের অধ্যাপক জাচারি হাডসন।

এক ঘণ্টা ধরে খালি নন স্টিক পাত্র গরম করলে কত ‘ফরএভার কেমিক্যাল’ বেরোয় তা রেকর্ড করেছেন জার্মানির একদল গবেষক। গবেষণায় দেখা গেছে, ৬৯৮ ফারেনহাইট তাপমাত্রায় সবচেয়ে বেশি পরিমাণে ‘ফরএভার কেমিক্যাল’ বেরোয়। বিশেষজ্ঞদের মতে, কখনও নন স্টিক পাত্র প্রি হিট বা আগের থেকে গরম করা উচিত নয়। মাঝারি থেকে কম ঢিমে আঁচে রান্না করা উচিত।

নন স্টিক পাত্রে দাগ থাকলে তা গরম হলে তার থেকে ৯ হাজারের বেশি টেফলন পদার্থ বেরোয়। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অস্ট্রেলিয়ার একটি গবেষণায়।

টেফলন ফ্লুর উপসর্গ

মাথার যন্ত্রণা, কাঁপুনি দেওয়া, জ্বর, বমি হওয়া, বুকে চাপ অনুভব হওয়া, কাশি, গলা খুসখুস।

আরও পড়ুন

সব সময় উদ্বেগে রয়েছেন পরিবারের বয়স্করা, জানেন কি কী রোগে আক্রান্ত হতে পারেন তাঁরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।