Homeশরীরস্বাস্থ্যআমেরিকায় বাড়ছে টেফলন ফ্লু, এই অসুখের কারণ আপনার ঘরেই লুকিয়ে নেই তো

আমেরিকায় বাড়ছে টেফলন ফ্লু, এই অসুখের কারণ আপনার ঘরেই লুকিয়ে নেই তো

প্রকাশিত

আমেরিকায় ক্রমশ বাড়ছে ‘টেফলন ফ্লু’ (Teflon flu) নামে এক অজানা অসুখ। এই অসুখের আরেক নাম পলিমার ফিউম ফিভার (polymer fume fever)। আমেরিকায় এর মধ্যেই ৩৬০০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।

আমরা বাড়িতে যে নন-স্টিক পাত্রে রান্না করি, তার যে রাসায়নিক কোটিং হিসাবে টেফলন নামক পদার্থ ব্যবহার করা হয়। সেই টেফলনের বিষক্রিয়ার কারণেই এই অসুখ হচ্ছে বলে পরীক্ষায় জানা গেছে। আমেরিকার পয়জন সেন্টারের তথ্য অনুযায়ী, গত বছর এই টেফলন ফ্লু অসুখে আক্রান্ত হয়েছিলেন ২৬৭ জন। এ বছর এর মধ্যেই আক্রান্তর সংখ্যা অনেক বেড়ে গেছে।

নন স্টিক পাত্রের টেফলন কোটিংয়ে ব্যবহার করা হয় পলিটেট্রাফ্লুোওরোয়েথিলিন (polytetrafluoroethylene) নামক পদার্থ যা ‘ফরএভার কেমিক্যাল’ নামেও পরিচিত। এই বিষাক্ত পদার্থ বহু বছর ধরে পরিবেশে থেকে দূষণ সৃষ্টি করে চলেছে। নন স্টিক পাত্র যদি ৫০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রায় গরম করা হয়, তা হলে কোটিং স্তর ভেঙে যায়। অক্সিডাইজড ফ্লুরিনেটেড বিষাক্ত পদার্থ বেরিয়ে আসে। এই পদার্থের কারণে হচ্ছে টেফলন ফ্লু অসুখ। গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার রসায়নের অধ্যাপক জাচারি হাডসন।

এক ঘণ্টা ধরে খালি নন স্টিক পাত্র গরম করলে কত ‘ফরএভার কেমিক্যাল’ বেরোয় তা রেকর্ড করেছেন জার্মানির একদল গবেষক। গবেষণায় দেখা গেছে, ৬৯৮ ফারেনহাইট তাপমাত্রায় সবচেয়ে বেশি পরিমাণে ‘ফরএভার কেমিক্যাল’ বেরোয়। বিশেষজ্ঞদের মতে, কখনও নন স্টিক পাত্র প্রি হিট বা আগের থেকে গরম করা উচিত নয়। মাঝারি থেকে কম ঢিমে আঁচে রান্না করা উচিত।

নন স্টিক পাত্রে দাগ থাকলে তা গরম হলে তার থেকে ৯ হাজারের বেশি টেফলন পদার্থ বেরোয়। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অস্ট্রেলিয়ার একটি গবেষণায়।

টেফলন ফ্লুর উপসর্গ

মাথার যন্ত্রণা, কাঁপুনি দেওয়া, জ্বর, বমি হওয়া, বুকে চাপ অনুভব হওয়া, কাশি, গলা খুসখুস।

আরও পড়ুন

সব সময় উদ্বেগে রয়েছেন পরিবারের বয়স্করা, জানেন কি কী রোগে আক্রান্ত হতে পারেন তাঁরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।