মৌ বসু
দিন যত গড়াচ্ছে ততই মদ আর মাদকের হাতছানি ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠছে গোটা বিশ্বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisaion, হু) রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে গোটা বিশ্বে যত মানুষ মারা গেছেন তার মধ্যে ৪.১% মানুষের মৃত্যু হয়েছে মদ্যপানের কারণে। ওই বছর ২৬ লাখ মানুষের মৃত্যু হয় শুধু অতিরিক্ত মদ্যপানের কারণে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে হু’র রিপোর্টে। করোনার কারণে গোটা বিশ্বে মদ খাওয়ার প্রবণতায় কিছুটা ভাটা পড়ে। ২০১৯-২০ সালে ১০% কমে। কিন্তু ভারতে করোনার আগে পর্যন্ত মদ খাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছিল।
হু’র রিপোর্টে আরও বলা হয়েছে, মদ্যপানের কারণে হওয়া অসুখে আক্রান্ত হওয়ার প্রবণতা পুরুষদের মধ্যে বেশি। ২০১৯ সালে মদ্যপানের কারণে ২০ লাখ পুরুষের মৃত্যু হয়েছে আর ৬.৯% পুরুষ শারীরিক ভাবে অক্ষম ও অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে, ওই বছরে অতিরিক্ত মদ্যপানের কারণে ৬ লাখ মহিলার মৃত্যু হয়েছে। ২% মহিলা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে আরও বলা হয়েছে, ১৫ বছরের ঊর্ধ্বে গোটা বিশ্বের মোট জনসংখ্যার ৭% মদ্যপানের অতিরিক্ত আসক্তিতে ভুগছেন। ২০১৯ সালে অতিরিক্ত মদ্যপানের কারণে যত সংখ্যক মৃত্যু হয়েছে তার মধ্যে ১৩%-এর বয়স ২০-৩৯ বছরের মধ্যে। কম আয়ের দেশে অতিরিক্ত মদ খেয়ে মৃত্যুর প্রবণতা বেশি আয়ের দেশের তুলনায় বেশি।
হু আরও বলেছে, ২০১৯ সালে গোটা বিশ্বে মাত্রাতিরিক্ত মদ খাওয়ার ফলে যে ২৬ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে, পথ দুর্ঘটনায় এবং গণ্ডগোল-মারপিটে জড়িয়ে গিয়ে মারা গিয়েছেন। মাত্রাতিরিক্ত মদ্যপান করে হৃদরোগে আক্রান্ত হয়ে ৪ লাখ ৭৪ হাজার এবং ক্যানসারে আক্রান্ত হয়ে ৪ লাখ ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ৭ লাখ ২৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনায় অথবা নিজেকে আঘাত করে বা গণ্ডগোল, মারপিটে জড়িয়ে পড়ে। মাত্রাতিরিক্ত মদ্যপান করে মারণ রোগ এইডসে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৪ হাজার মানুষের।
আরও পড়ুন