Homeশরীরস্বাস্থ্যমদ আর মাদকের হাতছানি কতটা প্রাণঘাতী, কী তথ্য উঠে এল হু’র রিপোর্টে

মদ আর মাদকের হাতছানি কতটা প্রাণঘাতী, কী তথ্য উঠে এল হু’র রিপোর্টে

প্রকাশিত

মৌ বসু

দিন যত গড়াচ্ছে ততই মদ আর মাদকের হাতছানি ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠছে গোটা বিশ্বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisaion, হু) রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে গোটা বিশ্বে যত মানুষ মারা গেছেন তার মধ্যে ৪.১% মানুষের মৃত্যু হয়েছে মদ্যপানের কারণে। ওই বছর ২৬ লাখ মানুষের মৃত্যু হয় শুধু অতিরিক্ত মদ্যপানের কারণে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে হু’র রিপোর্টে। করোনার কারণে গোটা বিশ্বে মদ খাওয়ার প্রবণতায় কিছুটা ভাটা পড়ে। ২০১৯-২০ সালে ১০% কমে। কিন্তু ভারতে করোনার আগে পর্যন্ত মদ খাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছিল।

হু’র রিপোর্টে আরও বলা হয়েছে, মদ্যপানের কারণে হওয়া অসুখে আক্রান্ত হওয়ার প্রবণতা পুরুষদের মধ্যে বেশি। ২০১৯ সালে মদ্যপানের কারণে ২০ লাখ পুরুষের মৃত্যু হয়েছে আর ৬.৯% পুরুষ শারীরিক ভাবে অক্ষম ও অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে, ওই বছরে অতিরিক্ত মদ্যপানের কারণে ৬ লাখ মহিলার মৃত্যু হয়েছে। ২% মহিলা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে আরও বলা হয়েছে, ১৫ বছরের ঊর্ধ্বে গোটা বিশ্বের মোট জনসংখ্যার ৭% মদ্যপানের অতিরিক্ত আসক্তিতে ভুগছেন। ২০১৯ সালে অতিরিক্ত মদ্যপানের কারণে যত সংখ্যক মৃত্যু হয়েছে তার মধ্যে ১৩%-এর বয়স ২০-৩৯ বছরের মধ্যে। কম আয়ের দেশে অতিরিক্ত মদ খেয়ে মৃত্যুর প্রবণতা বেশি আয়ের দেশের তুলনায় বেশি।

হু আরও বলেছে, ২০১৯ সালে গোটা বিশ্বে মাত্রাতিরিক্ত মদ খাওয়ার ফলে যে ২৬ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে, পথ দুর্ঘটনায় এবং গণ্ডগোল-মারপিটে জড়িয়ে গিয়ে মারা গিয়েছেন। মাত্রাতিরিক্ত মদ্যপান করে হৃদরোগে আক্রান্ত হয়ে ৪ লাখ ৭৪ হাজার এবং ক্যানসারে আক্রান্ত হয়ে ৪ লাখ ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ৭ লাখ ২৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনায় অথবা নিজেকে আঘাত করে বা গণ্ডগোল, মারপিটে জড়িয়ে পড়ে। মাত্রাতিরিক্ত মদ্যপান করে মারণ রোগ এইডসে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৪ হাজার মানুষের।

আরও পড়ুন

রাতে নাক ডাকার সমস্যা কোন কোন প্রাণঘাতী রোগ ডেকে আনতে পারে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।