Home অনুষ্ঠান সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত ১৯তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব, শুরু...

সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত ১৯তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব, শুরু ৯ ফেব্রুয়ারি

0

সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত ১৯তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি, ২০২৫। বড়িশার বড়বাড়ি (সাবর্ণ সংগ্রহশালা) প্রাঙ্গণে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মহোৎসব। এবারের উৎসবের সহযোগিতায় থাকছে নিউ আলিপুর কলেজ এবং নলেজ পার্টনার হিসেবে বেহালা কলেজ।

বিশেষ আকর্ষণ:

এবারের উৎসবের থিম এবং প্রদর্শনীতেও থাকছে ইতিহাস ও ঐতিহ্যের নানা অনন্য দিক।

  • ভারতের গহনার ইতিহাস: প্রাচীন যুগ থেকে বর্তমান পর্যন্ত ব্যবহৃত হাড়, পাথর ও ধাতুর গহনার প্রদর্শনী।
  • নন্দন ৪০ বছর (১৯৮৫-২০২৫): নন্দনের প্রথম টিকিট, আমন্ত্রণপত্র এবং অন্যান্য প্রথম প্রকাশনার এক বিশেষ প্রদর্শনী।
  • প্রখ্যাত ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধাঞ্জলি:
    • সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিচিহ্ন ও ছবির প্রদর্শনী।
    • চুনী গোস্বামীর ব্যবহৃত সামগ্রী, আঁকা ছবি ও স্মৃতি নিয়ে বিশেষ প্রদর্শনী।
  • গহর জান: এশিয়ার প্রথম সুপারস্টার গহর জানের জীবনী ও দুষ্প্রাপ্য সংগ্রহ।
  • থিম কান্ট্রি জার্মানি: জার্মানির অজানা ইতিহাস, সংস্কৃতি, ডাকটিকিট, মুদ্রা এবং পর্যটনের উপস্থাপনা।
  • দোয়াত-কালি-কলম: বিভিন্ন দেশের কলম, দোয়াত ও কালি নিয়ে এক ব্যতিক্রমী প্রদর্শনী।
  • দেশলাই বাক্সের ইতিহাস: ১৮৯০-১৯৩০ সালের পৃথিবীর বিভিন্ন দেশলাই বাক্সের সংগ্রহ।
  • টেলিগ্রাফ মেশিন প্রদর্শনী: মর্স কোডের জন্য ব্যবহৃত পুরনো টেলিগ্রাফ মেশিনের প্রদর্শনী।

অন্যান্য আকর্ষণ:

  • প্রতিদিন ক্যুইজ, হেরিটেজ ওয়াক এবং আলোচনা সভা।
  • সাবর্ণ পরিবারের ঐতিহ্যবাহী হাতে লেখা পত্রিকা সপ্তর্ষি-র ৩৫তম সংখ্যার প্রকাশ।
  • সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ পরিবেশনা।
  • ১১ই ফেব্রুয়ারি পালিত হবে প্রণব রায় দিবস।

বিশেষ সম্মাননা:

  • স্বামী যোগানন্দ স্মৃতি স্মারক সম্মান: নৃসিংহপ্রসাদ ভাদুড়ী।
  • প্রণব রায় স্মৃতি স্মারক সম্মান: অন্তরা চৌধুরী।
  • সত্য চৌধুরী স্মৃতি স্মারক সম্মান: অন্বেষা দত্তগুপ্ত।
  • মল্লিকা রায় চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপ: দুঃস্থ ছাত্র বা ছাত্রীকে প্রদান।

সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী জানান, কলকাতার ইতিহাসপ্রেমী মানুষের জন্য এটি এক দারুণ সুযোগ। সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই ঐতিহাসিক মেলায় অংশ নেওয়ার জন্য। বিশদ জানতে ৯৮৩০২৮৯৪০০ নম্বরে যোগাযোগ করতে পারেন আগ্রহীরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version