খবর অনলাইন ডেস্ক: ‘লাইটহাউস ফর দ্য ব্লাইন্ড স্কুল’-এর দৃষ্টিহীন শিশুদের সাথে দোল উদ্যাপন করল ‘শারদীয়া’। এ বছর ‘শারদীয়া’র ‘ফুল দোল’ ১১ বছরে পা দিল। বৃহস্পতিবার বিকেল ৪টেয় শুরু হয় ‘ফুল দোল’, শেষ হয় ৫টা নাগাদ।
গত দশ বছর ধরে দৃষ্টিহীন শিশুদের সাথে সমান উদ্দীপনা, সমান উৎসাহ, সমান আগ্রহ নিয়ে এ ভাবেই দোল উদ্যাপন করছে ‘শারদীয়া’। দৃষ্টিহীন শিশুদের মুখে হাসি ফোটানোর জন্যই ‘শারদীয়া’র এই উদ্যোগ।
দৃষ্টিহীন শিশুরা চোখের দৃষ্টি দিয়ে রঙ বুঝতে পারে না ঠিকই। কিন্তু আবেগ দিয়ে তারা অনুভব করতে পারে। হৃদয়ের আনন্দ দিয়ে তারাও বসন্তকে আবাহন জানায়। তাদের সেই অনুভূতিকেই আবির-ফুল-সংগীত-নৃত্যের মাধ্যমে বাস্তবের রূপ দিল ‘শারদীয়া’।
রাজীব বসুর ক্যামেরায় ‘ফুল দোল’



