Homeজীবন যেমনরূপচর্চাশীতে পাঁচ ঘরোয়া ফেসপ্যাকেই করুন ত্বকের ময়েশ্চারাইজিং

শীতে পাঁচ ঘরোয়া ফেসপ্যাকেই করুন ত্বকের ময়েশ্চারাইজিং

প্রকাশিত

শীতের মরসুমে ঠান্ডা আবহাওয়ায় ত্বকও আর্দ্রতা হারিয়ে রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। মলিনতা দূর করে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ও মসৃণ ভাব ফিরিয়ে আনতে রাসায়নিক মিশ্রিত কসমেটিকস নয়, ভরসা রাখুন ঘরোয়া উপাদানেই। ৫টি ফেসপ্যাকেই ত্বকের ময়েশ্চারাইজিং করুন। ফিরিয়ে আনুন স্বাভাবিক জেল্লা ও আর্দ্রতা।

(১) মধু ও অ্যাভোকাডো মেশানো ফেসপ্যাক ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে। ফ্যাট আছে অ্যাভোকাডোতে আর মধু প্রাকৃতিক ভাবে আর্দ্রতা জোগায় ত্বককে। অ্যাভোকাডোর তেল ত্বকের ভেতরে ঢুকে পুষ্টি জোগায় আর মধু আর্দ্রতা বজায় রাখে। অর্ধেক অ্যাভোকাডো হাত দিয়ে চটকে নিন। এক চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। ২০ মিনিট রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন মুখ। ত্বক মসৃণ ও নরম হয়।

(২) পটাশিয়াম ও প্রাকৃতিক তেলে সমৃদ্ধ পাকা কলা আর ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ টক দই মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের মরা কোষ দূর হয়। ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়। ময়েশ্চারাইজ করে। শুষ্ক ভাব কমায়। একটা অর্ধেক পাকা কলা হাত দিয়ে চটকে নিন। ২ চামচ টক দই মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে আসে। ত্বক উজ্জ্বল ও টানটান হবে।

(৩) দুই টেবিল চামচ ওটমিল গুঁড়ো আর দুধ মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। ত্বকের মরা কোষ দূর হয়। কারণ ওটমিল গুঁড়োতে রয়েছে ফ্যাট ও ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের মরা কোষ দূর করে এবং ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

(৪) অ্যালোভেরায় রয়েছে কুলিং ও ময়েশ্চারাইজিং গুণ। গ্লিসারিন ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে। শীতে শুষ্ক ও স্পর্শকাতর ত্বকের জন্য এই প্যাক উপকারী। ২ চামচ টাটকা অ্যালোভেরা জেল ও কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে লাগান। ১৫ মিনিট রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন মুখে। অ্যালোভেরা শুষ্ক ত্বকে পুষ্টি জোগায়। গ্লিসারিন ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে।

(৫) আমন্ড বাদামে রয়েছে ফ্যাটি অ্যাসিড আর তা জলে ভিজিয়ে রেখে পেস্ট করে মালাই বা দুধের সর মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন মুখ। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ফিরে আসবে। ত্বক নরম ও মসৃণ হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে।

আরও পড়ুন

ত্বকের জেল্লা ফেরাতে ভরসা ভিটামিন সি সেরাম, জেনে নিন সঠিক ব্যবহার পদ্ধতি

ভিটামিন সি সেরাম ত্বককে দাগছোপমুক্ত ও উজ্জ্বল করে তোলে। জেনে নিন কখন, কীভাবে এবং কীসঙ্গে ব্যবহার করবেন এই অ্যান্টিঅক্সিড্যান্ট।

গরমে ঠোঁট ফাটছে? ঘরেই বানান বিট-নারকেল তেলের লিপবাম, জেনে নিন উপায়

গরমে জলশূন্যতায় ঠোঁট ফাটছে? জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে বিট, নারকেল তেল ও ভেসলিন দিয়ে তৈরি করবেন প্রাকৃতিক লিপবাম।

প্রাপ্তবয়স্কদের মুখে বেবি ক্রিম ব্যবহার কতটা নিরাপদ? জানুন বিশেষজ্ঞের মতামত

বাজারের লেটেস্ট বিউটি প্রোডাক্ট না বুঝে ব্যবহার করলে হতে পারে ত্বকের ক্ষতি। প্রাপ্তবয়স্কদের ত্বকে বেবি ক্রিম বা লোশন লাগানো কি আদৌ ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, এটা ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিস্তারিত জানুন।