Homeজীবন যেমনরূপচর্চাশীতে পাঁচ ঘরোয়া ফেসপ্যাকেই করুন ত্বকের ময়েশ্চারাইজিং

শীতে পাঁচ ঘরোয়া ফেসপ্যাকেই করুন ত্বকের ময়েশ্চারাইজিং

প্রকাশিত

শীতের মরসুমে ঠান্ডা আবহাওয়ায় ত্বকও আর্দ্রতা হারিয়ে রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। মলিনতা দূর করে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ও মসৃণ ভাব ফিরিয়ে আনতে রাসায়নিক মিশ্রিত কসমেটিকস নয়, ভরসা রাখুন ঘরোয়া উপাদানেই। ৫টি ফেসপ্যাকেই ত্বকের ময়েশ্চারাইজিং করুন। ফিরিয়ে আনুন স্বাভাবিক জেল্লা ও আর্দ্রতা।

(১) মধু ও অ্যাভোকাডো মেশানো ফেসপ্যাক ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে। ফ্যাট আছে অ্যাভোকাডোতে আর মধু প্রাকৃতিক ভাবে আর্দ্রতা জোগায় ত্বককে। অ্যাভোকাডোর তেল ত্বকের ভেতরে ঢুকে পুষ্টি জোগায় আর মধু আর্দ্রতা বজায় রাখে। অর্ধেক অ্যাভোকাডো হাত দিয়ে চটকে নিন। এক চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। ২০ মিনিট রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন মুখ। ত্বক মসৃণ ও নরম হয়।

(২) পটাশিয়াম ও প্রাকৃতিক তেলে সমৃদ্ধ পাকা কলা আর ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ টক দই মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের মরা কোষ দূর হয়। ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়। ময়েশ্চারাইজ করে। শুষ্ক ভাব কমায়। একটা অর্ধেক পাকা কলা হাত দিয়ে চটকে নিন। ২ চামচ টক দই মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে আসে। ত্বক উজ্জ্বল ও টানটান হবে।

(৩) দুই টেবিল চামচ ওটমিল গুঁড়ো আর দুধ মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। ত্বকের মরা কোষ দূর হয়। কারণ ওটমিল গুঁড়োতে রয়েছে ফ্যাট ও ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের মরা কোষ দূর করে এবং ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

(৪) অ্যালোভেরায় রয়েছে কুলিং ও ময়েশ্চারাইজিং গুণ। গ্লিসারিন ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে। শীতে শুষ্ক ও স্পর্শকাতর ত্বকের জন্য এই প্যাক উপকারী। ২ চামচ টাটকা অ্যালোভেরা জেল ও কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে লাগান। ১৫ মিনিট রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন মুখে। অ্যালোভেরা শুষ্ক ত্বকে পুষ্টি জোগায়। গ্লিসারিন ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে।

(৫) আমন্ড বাদামে রয়েছে ফ্যাটি অ্যাসিড আর তা জলে ভিজিয়ে রেখে পেস্ট করে মালাই বা দুধের সর মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন মুখ। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ফিরে আসবে। ত্বক নরম ও মসৃণ হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ত্বকের জেল্লা ফেরাতে ভরসা ভিটামিন সি সেরাম, জেনে নিন সঠিক ব্যবহার পদ্ধতি

ভিটামিন সি সেরাম ত্বককে দাগছোপমুক্ত ও উজ্জ্বল করে তোলে। জেনে নিন কখন, কীভাবে এবং কীসঙ্গে ব্যবহার করবেন এই অ্যান্টিঅক্সিড্যান্ট।

গরমে ঠোঁট ফাটছে? ঘরেই বানান বিট-নারকেল তেলের লিপবাম, জেনে নিন উপায়

গরমে জলশূন্যতায় ঠোঁট ফাটছে? জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে বিট, নারকেল তেল ও ভেসলিন দিয়ে তৈরি করবেন প্রাকৃতিক লিপবাম।

প্রাপ্তবয়স্কদের মুখে বেবি ক্রিম ব্যবহার কতটা নিরাপদ? জানুন বিশেষজ্ঞের মতামত

বাজারের লেটেস্ট বিউটি প্রোডাক্ট না বুঝে ব্যবহার করলে হতে পারে ত্বকের ক্ষতি। প্রাপ্তবয়স্কদের ত্বকে বেবি ক্রিম বা লোশন লাগানো কি আদৌ ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, এটা ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিস্তারিত জানুন।