Homeজীবন যেমনরূপচর্চাশীতের মরসুমে বিয়েবাড়ি বা পার্টিতে নজর কাড়ুন ‘এলিগ্যান্ট নো মেকআপ লুক'-এ

শীতের মরসুমে বিয়েবাড়ি বা পার্টিতে নজর কাড়ুন ‘এলিগ্যান্ট নো মেকআপ লুক’-এ

প্রকাশিত

শীতকাল মানেই বিয়েবাড়ি, পার্টি, দেদার মজা হুল্লোড়। সকলেই চায় বিশেষ অনুষ্ঠানে নিজেকে বিশেষ লুকে দেখতে ও সকলের নজর কাড়তে। মেকআপ সঠিক হলে তা প্রত্যেকের নিজস্ব সৌন্দর্যকে তুলে ধরে কিন্তু অতিরিক্ত মেকআপে আসল সৌন্দর্য ঢাকা পড়ে যায়। দৃষ্টিকটু লাগে। তাই আত্মবিশ্বাসের সঙ্গে এই শীতের মরসুমে যে কোনো অনুষ্ঠানে সকলের নজর কাড়ুন ‘এলিগ্যান্ট নো মেকআপ’ লুক’-এই।

কী ভাবে ‘নো মেকআপ লুক’-এ সাজবেন

(১) প্রথমেই মেকআপের বেস তৈরির জন্য মাইল্ড ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। এতে মুখের সব ময়লা, অতিরিক্ত তেল চলে যায়।

(২) মুখে হালকা বরফ জল স্প্রে করে নিন।

(৩) ত্বক আর্দ্র রাখতে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। স্কিনটোন মসৃণ করতে প্রাইমার ব্যবহার করুন। এতে মেকআপ বেশিক্ষণ স্থায়ী হবে। হালকা হাইড্রেটিং প্রাইমার লাগাবেন।

(৪) নিজের স্কিনটোন অনুযায়ী হালকা ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহার করুন। ব্রাশ দিয়ে বা ভেজা স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে বা ত্বকে ঘষে নিন।

(৫) চোখের তলায়, নাকের পাশে দাগছোপ দূর করতে ব্যবহার করুন কনসিলার। ত্বকের তৈলাক্ত জায়গা যেখানে ঘাম ফুটে ওঠে বেশি সেখানে হালকা করে ট্রান্সলুসেন্ট পাউডার লাগান। ফ্রেশ ও স্বাভাবিক ঔজ্জ্বল্য আসবে।

(৬) গালে হালকা রঙের ব্লাশঅন করুন হাইলাইট করতে। সফট পিচ বা গোলাপি রঙের টোন ব্যবহার করুন।

(৭) চোখের মেকআপের ওপর বিশেষ নজর দিন। সফট নিউট্রাল আইশ্যাডো ব্যবহার করুন। কাজল বা ওয়াটার প্রুফ মাসকারা ব্যবহার করুন।

(৮) ভ্রুর মেকআপে নজর দিন। বাঁকানো ভ্রু আঙুন বা ছোট্ট চিরুনি চালিয়ে দিন।

(৯) প্রথমেই ঠোঁটে ক্রিম লাগান। যাতে ফাটাফুটি না থাকে। নিউট্রাল বা একই রকম রঙের লিপলাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন করে নিন। সফট গোলাপি, পিচ, বোল্ড বা হালকা মেরুন রঙের ম্যাট বা ক্রিমি লিপস্টিক ব্যবহার করুন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

ত্বকের জেল্লা ফেরাতে ভরসা ভিটামিন সি সেরাম, জেনে নিন সঠিক ব্যবহার পদ্ধতি

ভিটামিন সি সেরাম ত্বককে দাগছোপমুক্ত ও উজ্জ্বল করে তোলে। জেনে নিন কখন, কীভাবে এবং কীসঙ্গে ব্যবহার করবেন এই অ্যান্টিঅক্সিড্যান্ট।

গরমে ঠোঁট ফাটছে? ঘরেই বানান বিট-নারকেল তেলের লিপবাম, জেনে নিন উপায়

গরমে জলশূন্যতায় ঠোঁট ফাটছে? জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে বিট, নারকেল তেল ও ভেসলিন দিয়ে তৈরি করবেন প্রাকৃতিক লিপবাম।

প্রাপ্তবয়স্কদের মুখে বেবি ক্রিম ব্যবহার কতটা নিরাপদ? জানুন বিশেষজ্ঞের মতামত

বাজারের লেটেস্ট বিউটি প্রোডাক্ট না বুঝে ব্যবহার করলে হতে পারে ত্বকের ক্ষতি। প্রাপ্তবয়স্কদের ত্বকে বেবি ক্রিম বা লোশন লাগানো কি আদৌ ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, এটা ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিস্তারিত জানুন।