এখন চলছে উৎসবের মরশুম – দীপাবলি, ভাইফোঁটার পর জগদ্ধাত্রীপুজো। তার পর আছে শীতের মরশুমে আছে বিয়েবাড়ি আর পিকনিক। এ সময় নিজেকে ভালো দেখাতে, নিজের সৌন্দর্য ভালো করে তুলে ধরতে ত্বকের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরি।
নানা কারণে চোখের তলায় কালি পড়ে। চোখের তলায় কালো দাগ, ছোপ দূর করতে ভরসা রাখুন প্রাকৃতিক পুষ্টির পাওয়ারহাউজ কাঁচা হলুদের ওপর। কাঁচা হলুদবাটা দিয়ে তৈরি মাস্ক ব্যবহার করলে একদিকে যেমন চোখের তলায় কালি দূর হয় তেমনই ত্বকও স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে পায়।
চোখের তলায় কালি, ফাইন লাইনস, ক্লান্তিভাব তাড়াতাড়ি দূর করতে ব্যবহার করা হয় আই মাস্ক। ত্বকের চুলকানি, ফোলা ভাব, লালচে ভাব কমায় মাস্ক।
কেন ব্যবহার করবেন কাঁচা হলুদের তৈরি আই মাস্ক
কাঁচা হলুদের অ্যান্টিইনফ্লেমটরি ও অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ থাকে বলে তা চোখের তলায় কালি পড়া আটকায়, চোখের তলায় ফোলা ভাব কমায়। ত্বকের দাগ, ছোপ দূর করে স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে হলুদ। চোখের ক্লান্তিভাব তাড়াতাড়ি দূর হয়। ফ্রি র্যাডিক্যালস দূর করে। ত্বককে ক্ষতিকর টক্সিনের হাত থেকে রক্ষা করে ভালো রাখে। অকালে বুড়িয়ে যাওয়া আটকায়। চোখের তলায় ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে।
কীভাবে তৈরি করবেন কাঁচা হলুদের আই মাস্ক
এক চামচ কাঁচা হলুদবাটা বা হলুদগুঁড়ো এক চামচ টক দই ও মধুর সঙ্গে মিশিয়ে কয়েক ফোঁটা আমন্ড অয়েল নিয়ে একটা পাত্রে মিশিয়ে নিন। স্মুথ পেস্ট তৈরি করে ব্রাশ বা আঙুলে করে চোখের তলায় লাগান। ১০-১৫ মিনিট এ রকম রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন। নরম কাপড় দিয়ে আলতো চেপে মুছে নিন।


 
                                    