Homeজীবন যেমনঘর-বাড়িফেলে দেবেন না ব্যবহৃত টি-ব্যাগ! ঘর পরিষ্কার থেকে গাছের সার—জেনে নিন ১০...

ফেলে দেবেন না ব্যবহৃত টি-ব্যাগ! ঘর পরিষ্কার থেকে গাছের সার—জেনে নিন ১০ দারুণ ব্যবহার

ব্যবহৃত টি-ব্যাগ ফেলে দেবেন না। কার্পেটের গন্ধ দূর করা, বাসন পরিষ্কার, কাঠের ফ্লোরে চকচক ভাব ফেরানো, এয়ার ফ্রেশনার তৈরি থেকে গাছের সার—জেনে নিন ১০টি চমকপ্রদ ব্যবহার।

প্রকাশিত

চা করার পর আমরা সাধারণত ফেলেই দিই টি-ব্যাগ। কিন্তু ছোট্ট এই জিনিসটি মোটেই নয় ফেলনা। নানান রকম ভাবে কাজে আসে টি-ব্যাগ। আসুন দেখে নিই কী কী ভাবে পুনরায় ব্যবহার করা যায় টি-ব্যাগ। 

১) পুরনো কার্পেটের থেকে বোঁটকা গন্ধ দূর করে ব্যবহৃত টি ব্যাগের চা পাতা। পুরনো ব্যবহৃত টি ব্যাগ শুকিয়ে নিন। টি ব্যাগের মধ্যে থেকে শুকনো চা পাতার সঙ্গে মিশিয়ে নিন এক চিমটে বেকিং সোডা গুঁড়ো। কার্পেটের যে জায়গা থেকে বোঁটকা গন্ধ বেরোচ্ছে সেখানে বুলিয়ে দিন বেকিং সোডা মেশানো চা পাতার মিশ্রণ। মিনিট ২০ রেখে দিয়ে জায়গাটার ওপর ভ্যাকুয়াম ক্লিনার চালিয়ে দিন। চা পাতা আর বেকিং সোডা ময়লা, ধুলোবালি ও বোঁটকা গন্ধ শুষে নেবে কার্পেট থেকে। নতুন লুক ও ফিল পাবে আপনার পুরনো কার্পেট। 

২) বাসনপত্রে অনেক সময় তেল চিটচিটে দাগ লেগে যায়। কিছুতেই পরিষ্কার করা যায় না। বাসনের মধ্যে গরম জল ঢালুন। এরমধ্যে একটা টি ব্যাগ ফেলে দিন। সারারাত ভিজিয়ে রেখে দিন। চা পাতার ট্যানিন তেল চিটচিটে দাগকে লুজ করে দেবে। সকালে খুব সহজেই তেল চিটচিটে বাসন পরিষ্কার করা সম্ভব। 

৩) কাঠের ফ্লোর বা আসবাবপত্রের চকচক ভাব আনতে সক্ষম টি ব্যাগ। কয়েকটি ব্যবহৃত টি ব্যাগ গরম জলে ফেলে দিন। চা তৈরি হলে কাপড়ে ভিজিয়ে তা দিয়ে বারবার ঘষে মুছুন কাঠের আসবাবপত্র বা ফ্লোর। নিমেষে চকচক করবে। 

৪) স্নান করার জলে দু’-একটা টি ব্যাগ ফেলে দিন। চা পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে নরম করবে, আর্দ্র ভাব ফিরিয়ে আনবে। যদি জেসমিন বা শ্যামোমাইলের মতো সুগন্ধি চা ব্যবহার করেন তবে চায়ের সুগন্ধে মন রিল্যাক্স করবে। 

৫) ড্রয়ার, আলমারি, ফ্রিজ বা জুতোর বোঁটকা, দুর্গন্ধ দূর করে টি ব্যাগ। শুকনো ব্যবহৃত টি ব্যাগ রেখে দিলে তা সমস্ত দুর্গন্ধ দূর করবে। 

৬) ব্যবহৃত চা পাতা ও টি ব্যাগ খুব ভালো সারের কাজ করে। তাই আবর্জনায় না ফেলে দিয়ে সার হিসাবে চা পাতা ব্যবহার করুন আর গাছে দিন। 

৭) ময়লা ফেলার বালতি থেকে আবর্জনার দুর্গন্ধ করতে ফেলে দিন ব্যবহৃত টি ব্যাগ। সব দুর্গন্ধ দূর হয়ে যাবে। 

৮) দামি দামি এয়ার ফ্রেশনার না কিনে কয়েক মিনিটের মধ্যে টি ব্যাগ দিয়ে বানিয়ে ফেলুন নিজের পছন্দসই সুগন্ধি এয়ার ফ্রেশনার। ব্যবহৃত টি ব্যাগের মধ্যে পছন্দের এসেন্সিয়াল অয়েল ২-৩ ফোঁটা দিয়ে টাঙিয়ে রাখুন। সুন্দর গন্ধে ম ম করবে চারিদিক। 

৯) দাঁতের ব্যথায় অনেক সময় মাড়ি ফুলে যায়। ৫ মিনিটের জন্য ভেজা টি ব্যাগ মাড়ির ওপর রেখে মুখের মধ্যে কিছুক্ষণ ঘষুন। সমস্যা দূর হবে। 

১০) গাছে পোকামাকড়ের উপদ্রব ঠেকাতে স্প্রে বোতলে ভরে ঠান্ডা চা মাটি ও গাছে স্প্রে করুন। প্রাকৃতিক উপায় দূর হবে পোকামাকড়ের উপদ্রব। 

১১) বাড়িতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে পারে টি ব্যাগ। ইঁদুর পেপারমিন্ট বা চায়ের গন্ধ সহ্য করতে পারে না। তাই পেপারমিন্ট ফ্লেভারের চা প্রাকৃতিক ভাবে ইঁদুর তাড়ানোর কাজ করে। কয়েকটি ব্যবহৃত পেপারমিন্ট ফ্লেভারের চা পাতার টি ব্যাগ গরম জলে ফোটান। এরমধ্যে বাসন পরিষ্কার করার তরল সাবান কয়েক ফোঁটা ফেলে দিন। মিশ্রণটা স্প্রে বোতলে ভরে চারিদিকে স্প্রে করুন অনাহূত অতিথি ইঁদুরকূলের উপদ্রব দূর হবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

গরমে এসি ছাড়াই ঘর রাখুন ঠান্ডা, রইল সহজ কিছু কার্যকরী টিপস

তীব্র গরমেও এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখা সম্ভব। জানুন কীভাবে সঠিকভাবে পর্দা, বাতাস চলাচল ও সহজ কিছু ঘরোয়া উপায়ে স্বস্তি মিলবে।

কলকাতায় ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার একাধিক ঘটনা: ফ্ল্যাট কেনার আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

কলকাতায় ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে, ফ্ল্যাট কেনার আগে কী কী বিষয় খেয়াল রাখা উচিত, তা নিয়ে বিস্তারিত আলোচনা।

পরিবেশবান্ধব জীবনযাপনের জন্য ৫টি সহজ অভ্যাস

পরিবেশ রক্ষায় প্রত্যেকেই ভূমিকা রাখতে পারেন। রোজকার জীবনে এই ৫টি সহজ অভ্যাস গ্রহণ করলে আপনি পরিবেশবান্ধব জীবনযাপন শুরু করতে পারবেন।