চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য তথা দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলকাতার দ্য ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে কনটেন্ট রাইটার ও টেকনিক্যাল পার্সন নিয়োগ করা হবে। অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি। ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, প্রোজেক্ট লিঙ্কড কনটেন্ট রাইটার পদে শূন্যপদ ১। মাসে বেতন মিলবে ৩০ হাজার টাকা করে।
ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। এমএস অফিস নিয়ে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রোজেক্ট লিঙ্কড টেকনিক্যাল পার্সন পদে শূন্যপদ ৪। মাসে বেতন মিলবে ৩০ হাজার টাকা করে। স্ট্যাটিসটিক্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসপিএসএস/আর, এমসিএ/বিটেক ডিগ্রি থাকতে হবে। ওয়েব বেসড পোর্টাল/ডেটাবেস ম্যানেজমেন্ট নিয়ে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
কীভাবে করবেন চাকরির আবেদন
২৮ ফেব্রুয়ারির মধ্যে বিশদ বিবরণ-সহ জীবনপঞ্জি (সই করে পাঠাতে হবে), কভার লেটারে প্রোজেক্টের নাম লিখতে হবে। বড়ো বড়ো অক্ষরে নিজের নাম, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ঠিকানা, ইমেইল আইডি, ফোন/মোবাইল নম্বর, বাবা/মা/স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা (কত শতাংশ নম্বর সহ), কাজের অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য, আধার কার্ড/প্যান কার্ড/ভোটার আইডি কার্ডের নম্বর, প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি জমা দিতে হবে। কোনো রকম আবেদনমূল্য লাগবে না। বাছাই করা চাকরিপ্রার্থীদের ইমেইল মারফত লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের তারিখ জানানো হবে।