Homeজীবন যেমনপুজো উপলক্ষ্যে তনিশ্ক্-এর নতুন কালেকশন ‘আলো’ উন্মোচন করলেন মিমি চক্রবর্তী

পুজো উপলক্ষ্যে তনিশ্ক্-এর নতুন কালেকশন ‘আলো’ উন্মোচন করলেন মিমি চক্রবর্তী

প্রকাশিত

টাটার অধীনস্থ ভারতের বৃহত্তম গয়নার ব্র্যান্ড তনিশ্ক্ তাদের নতুন পুজোর কালেকশন ‘আলো’ উন্মোচন করল। ঈশ্বরীয় আলোর প্রতীক হিসেবে বাংলার ঐশানিদের অবিচল শক্তি এবং দীপ্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই নতুন কালেকশন। এই কালেকশন মা দুর্গার ঐশ্বরিক আভাকে উদযাপন করে এবং বাংলার কারিগরদের সূক্ষ্ম শিল্পকলার প্রতি সম্মান জানায়।

কলকাতার তাল কুটিরে এক বিশেষ অনুষ্ঠানে অভিনেত্রী মিমি চক্রবর্তী উন্মোচন করলেন এই কালেকশনটি। দক্ষ হাতে গড়া গয়নাগুলোর মাধ্যমে উৎসবের সৌন্দর্যকে প্রকাশ করবে। ‘আলো’ কালেকশনে চালচিত্র, জালি, নৌকা এবং পালকির মতো বাংলার ঐতিহ্যবাহী মোটিফগুলোর সুনিপুণ প্রয়োগ রয়েছে। তনিশ্ক্-এর এই কালেকশনটি বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্পের নিখুঁত প্রতিফলন, যা থোকাই নকশি, ডাই-স্ট্যাম্পিং এবং মাইক্রো ফিলিগ্রি সহ প্রাচীন কৌশলগুলোকে তুলে ধরে।

এই কালেকশনে রয়েছে সোনার হার সেট, সীতাহার, বালা এবং মাফ চেইনের মতো অনবদ্য গয়নার সংগ্রহ, যা বাংলার অতুলনীয় কারুশিল্পের প্রতি সম্মান জানায়। পুজোর উৎসব উপলক্ষে তনিশ্ক্ দিচ্ছে সোনার গয়নার গ্রামে প্রতি সর্বাধিক ৪৭৫ টাকা পর্যন্ত ছাড় এবং হিরের গয়নার দামে ২০% পর্যন্ত ছাড়। এছাড়া, পুরনো সোনার সম্পূর্ণ বিনিময় মূল্যও থাকছে।

তনিশ্ক্-এর রিজিওনাল বিজনেস হেড শ্রী সোমপ্রভ সিংহ বলেন, “আলো, দুর্গাপূজার উষ্ণতা ও চেতনার প্রতিনিধিত্ব করে। বাংলার ঐতিহ্যবাহী মোটিফ এবং শিল্পকলার দ্বারা অনুপ্রাণিত এই কালেকশনটি বাঙালি নারীর শক্তি এবং দীপ্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।”

এই কালেকশন প্রসঙ্গে মিস মিমি চক্রবর্তী বলেন, “তনিশ্ক্-এর ‘আলো’ কালেকশনটি ঈশ্বরের আশীর্বাদকে নিখুঁতভাবে প্রকাশ করে এবং বাংলার জীবন্ত সংস্কৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সিনেমা, সিরিয়াল, ওটিটি সিরিজে দেখানো হিংসা কী প্রভাব ফেলে কমবয়সিদের ওপর, কী বলছে সমীক্ষা

সিনেমা, সিরিয়াল, ওটিটি সিরিজে প্রদর্শিত হিংসা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। এইসব মাধ্যমে দেখানো হিংসা...

বিপদ থেকে বাঁচতে কীভাবে ফোনের মাধ্যমে এসওএস ফিচার ব্যবহার করবেন

আজকালকার দিনে শুধু মহিলারাই বিপদে পড়েন না। বিপদ তো বলে কয়ে আসে না। তাই...

বস সারাক্ষণ আত্মপ্রচারে মগ্ন, কর্মীদের প্রতি নেই কোনো সহমর্মিতাবোধ, কীভাবে বুঝবেন তিনি নার্সিসিস্ট

নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হল এমন এক মানসিক রোগ যেখানে আক্রান্ত ব্যক্তি সারাক্ষণ নিজেকে নিয়েই...