Home কেনাকাটা ৯০০ টাকার মধ্যে কার্গো প্যান্ট কিনবেন? এই ১০ টি ব্র্যান্ড থেকে নিতে...

৯০০ টাকার মধ্যে কার্গো প্যান্ট কিনবেন? এই ১০ টি ব্র্যান্ড থেকে নিতে পারেন পছন্দের কার্গো প্যান্ট

কার্গো প্যান্ট হল এমন ট্রাউজার বা প্যান্ট, যার পায়ের পাশে একাধিক বড় পকেট থাকে। এই প্যান্ট প্রাথমিকভাবে সামরিক বাহিনীর পরার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছিল। ডিউটির সময় বিভিন্ন সরঞ্জাম সরবরাহ ও বহন করার জন্য সামরিক বাহিনীর সদস্যরা এমন পকেটওয়ালা প্যান্ট পরতেন। তবে পরবর্তী সময় তরুণদের ফ্যাশনে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে কার্গো প্যান্ট।

0


কার্গো প্যান্ট হল এমন ট্রাউজার বা প্যান্ট, যার পায়ের পাশে একাধিক বড় পকেট থাকে। এই প্যান্ট প্রাথমিকভাবে সামরিক বাহিনীর পরার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছিল। ডিউটির সময় বিভিন্ন সরঞ্জাম সরবরাহ ও বহন করার জন্য সামরিক বাহিনীর সদস্যরা এমন পকেটওয়ালা প্যান্ট পরতেন। তবে পরবর্তী সময় তরুণদের ফ্যাশনে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে কার্গো প্যান্ট।

১। ক্রাসা মেন্স কার্গো জগার্স-

কটন মেটিরিয়ালের কার্গো প্যান্টটির রঙ ড্রস্ট্রিং। কার্গো জগার্সটি ধোয়ার সময় ওয়াশিং মেশিনে ধুতে হবে।

দাম- ৪৯৯ টাকা।

২। লিমিও মেন কার্গো প্যান্ট-

কটন মেটিরিয়ালের কার্গো প্যান্টটি লুস ফিট টাইপের।

দাম- ৬৯৯ টাকা।

৩। অ্যাডবাক্স মেন্স কার্গো স্টাইল প্যান্ট-

কটন মেটিরিয়ালের কার্গো স্টাইলের প্যান্টটি ইলাস্টিক টাইপের।

দাম- ৭৫৯ টাকা।

৪। ম্যানিয়েক মেন্স কার্গো-

কটন কাপড়ের কার্গো প্যান্টটি রেগুলার স্টাইলের।

দাম- ৬৯৯ টাকা।   

৫। মনট্রেজ মেন কার্গো ট্রাউসার-

মনট্রেজের কার্গো ট্রাউসারটি কটন কাপড়ের। যে কোনও অনুষ্ঠানে এই কার্গো ট্রাউসারটি পরা যাবে।

দাম- ৭৯৯ টাকা।   

৬। দ্য ইন্ডিয়ান গ্যারেজ কো মেন কার্গোস-

এই কার্গো প্যান্টটি স্ট্যান্ডার্ড লেন্থের।

দাম- ৬৯৩ টাকা।

৭। অ্যামাজন ব্র্যান্ড মেন্স স্ট্রেচ কার্গো প্যান্ট-

কটন ব্লেন্ডের কার্গো প্যান্টটি স্লিম স্টাইলের।

দাম- ৮৪৭ টাকা।

৮। আধার স্লিম ফিট কটন কার্গো প্যান্ট-

কার্গো স্টাইলের এই প্যান্টটি অ্যাঙ্কেল লেন্থের।

দাম- ৬৯৯ টাকা।

৯। ডিভিলা সলিড কার্গো প্যান্ট-

এই কার্গো প্যান্টের রঙ পুল অন টাইপের।

দাম- ৬৯৯ টাকা।

১০। আহবান মেন্স কার্গো প্যান্ট-

কটন ব্লেন্ডের কার্গো প্যান্টটি লং লেন্থের। যে কোনও অনুষ্ঠানে এই কার্গো প্যান্টটি পরা যাবে।

দাম- ৬৯৯ টাকা।

আরও পড়ুন: ৬০০ টাকার মধ্যে এই ১০ টি ব্র্যান্ড থেকে নিতে পারেন পছন্দের কো-অর্ড সেট

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version